ব্যাটিং ভরাডুবিতে অজিদের কাছে ‘হোয়াইটওয়াশ’ জ্যোতিরা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৯৫, ৯৭ এবং ৮৯। না, এটা কোনো ব্যাটারের তিন ম্যাচের ইনিংসের লিস্ট নয়, এটি বাংলাদেশ নারী দলের তিন ম্যাচের দলীয় সংগ্রহ। তা আবার ওয়ানডেতে! ব্যাটিংয়ের এমন ভরাডুবি এবং বিপক্ষে যখন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সেখানে পরিসংখ্যান একদমই সোজা। অস্ট্রেলিয়া ৩, বাংলাদেশ ০। প্রথম দুই ওয়ানডের পর তৃতীয় ওয়ানডেতেও একশ রানের নিচেই থামে স্বাগতিকদের দলীয় সংগ্রহ। ৯০ রানের মামুলি সেই লক্ষ্যে পোঁছাতে তেমন কোনো বেগই পেতে হয়নি অস্ট্রেলিয়া নারী দলকে। হিলি-পেরিরা পেল ৮ উইকেটের সহজ জয়। সিরিজটা যদিও আগেই জিতেছে সফরকারীরা, এই ম্যাচ শেষে ব্যবধানটা হলো ৩-০। 

নিজেদের মাটিতে অজিদের বিপক্ষে এই প্রথম ওয়ানডে সিরিজ খেলল জ্যোতি-নাহিদারা। তবে সেই স্মৃতি খুব একটা সুখকর হলো না স্বাগতিকদের। টানা তিন ম্যাচেই হেরে হোয়াইটওয়াশ দিয়েই শেষ হলো সিরিজ। 

মিরপুর হোম অব ক্রিকেটে এদিন টসে জিতে অস্ট্রেলিয়া। সেখানে আগে ব্যাট করতে নেমে ২৬ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৯ রানের মামুলি পুঁজি পায় নিগার সুলতানা জ্যোতির দল।

লক্ষ্য তাড়ায় অজিদের ওপেনিং জুটি থেকেই আসে ৪৩ রান। পরে দলীয় ৫৪ রানের মাথায় ফেরেন আরেক ওপেনার অ্যালিসা হিলিও। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ১৮ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে এক্সায় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক হিলির ব্যাট থেকেই।

এর আগে ব্যাট করতে নেমে স্বাগতিক দলের ব্যাটাররা ছিলেন যাওয়া আসার মধ্যেই। দলের হয়ে এদিন সর্বোচ্চ ১৬ রান আসে অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে। অর্থাৎ, ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি কোনো ব্যাটার। ৬৩ রানেই যখন ৯ উইকেট পড়ে যায় তখন আরও আগেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে শেষ উইকেটে ২৬ রানে জুটিতে তা পৌঁছায় ৮৯ রানে। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন কিম গার্থ ও অ্যাশলে গার্ডনার। ম্যাচসেরার খেতাব থাকে গার্থের দখলে। এদিকে আজকের ৩ উইকেট ছাড়া সিরিজ মোট ৮ উইকেট ও ব্যাট হাতে ৫২ রানের জবারের সিরিজসেরার পুরষ্কার যায় গার্ডনারের হাতে। 

ওয়ানডে শেষে সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। একই মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। 

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ নারী ক্রিকেট দল: ৮৯ (২৬.২ ওভার) (জ্যোতি ১৬, মারুফা ১৫*; গার্থ ৩/১১, গার্ডনার ৩/২৫)

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল: ৯৩/২ (১৮.৩ ওভার) (হিলি ৩৩, পেরি ২৭; রাবেয়া ১/২৪)

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী

সিরিজ: অস্ট্রেলিয়া ৩, বাংলাদেশ ০

ম্যাচসেরা: কিম গার্থ 

সিরিজসেরা: অ্যাশলে গার্ডনার

   

মন্থর ওভাররেটের কারণে নিষিদ্ধ পান্ত



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মন্থর ওভাররেটের সমস্যা কাটাতেই পারছেন না দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশাভ পান্ত। এর আগে কয়েকবার মোটা অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হয়েছিল তাকে। এবার মন্থর ওভাররেটের কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে তাকে।

গত ৭ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে মন্থর ওভাররেটের কারণে পান্তকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ৩০ লাখ রুপি জরিমানাও পরিশোধ করতে হবে তাকে।

আইপিএল শাস্তির বিষয়টি জানিয়ে দেয়া বিবৃতিতে বলেছে, যেহেতু এর আগেও দুইবার মন্থর ওভাররেটের কারণে শাস্তি পেতে হয়েছে তাকে, তাই বাইলজ অনুযায়ী এবার নিষেধাজ্ঞার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

এছাড়া দিল্লির ইমপ্যাক্ট খেলোয়াড়সহ দিল্লির একাদশে থাকা সব খেলোয়াড়কেও ১২ লাখ রুপি বা তাদের ম্যাচ ফি’র অর্ধেক জরিমানা করা হয়েছে।

দিল্লির পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। প্লে-অফের দৌড়ে থাকা দুই দলের ম্যাচে অধিনায়ক পান্তকে নিশ্চিতভাবেই অনেক মিস করবে দিল্লি।

;

আজই শিরোপা নিশ্চিত হবে কিংসের?



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টানা পঞ্চম লিগ শিরোপার দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস। আজ (শনিবার) মোহামেডানকে হারিয়ে দিলেই লিগ জয়ের উৎসব করবে তারা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের দুই জায়ান্ট মাঠে নামবে বিকেল ৪টায়।

বসুন্ধরা এবং মোহামেডান দুই দলই এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেছে। শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট যেখানে ৩৭, মোহামেডান দ্বিতীয় স্থানে থাকলেও তাদের পয়েন্ট ২৮। আজকের আরও তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দুই দল। তবে আজ যদি বসুন্ধরার কাছে হেরে যায়, তাহলে পরের তিন ম্যাচ জিতলেও আর বর্তমান চ্যাম্পিয়নদের ছোঁয়া হবে সাদাকালোদের। তাই টেবিলের শীর্ষ দুই দলের এই ম্যাচটি হয়ে শিরোপা-নির্ধারণী হয়ে উঠেছে।

আলফাজ আহমেদের অধীনে ঘরোয়া ফুটবলে পায়ের তলায় মাটি খুঁজে পাওয়া মোহামেডানকে হারিয়েই শিরোপা উৎসব করতে চায় বসুন্ধরা। তাই তো দলটির স্কোয়াডে থাকা ৩১ ফুটবলারের সবাইকে নিয়ে ময়মনসিংহে গিয়েছে তারা। সাধারণত ঢাকার বাইরের ম্যাচগুলোর ম্যাচডে স্কোয়াডের বাইরে আর দুই-চারজন খেলোয়াড় অতিরিক্ত নিয়ে যাওয়া হয়। তবে দলের সব খেলোয়াড় এবং বেশ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে বসুন্ধরা পৌঁছেছে ময়মনসিংহে। কেউ যাতে শিরোপা উৎসব মিস না করেন, সেজন্যই এত বড় বহর নিয়ে ময়মনসিংহে যাওয়া বলে ধারণা করা হচ্ছে।

আলফাজের অধীনে বসুন্ধরার বিপক্ষে সমান দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। আজ চারবারের চ্যাম্পিয়নদের ঠেকিয়ে রেকর্ড সমৃদ্ধ করার সুযোগ থাকছে মোহামেডানের সামনে। অন্যদিকে, বসুন্ধরার সামনে সুবর্ণ সুযোগ, নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ধসিয়ে দিয়ে শিরোপা উৎসব করার।

;

৬ মাস আগে বাংলাদেশের উইন্ডিজ সফরের সূচি প্রকাশ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রায় সাড়ে ছয় মাস আগেই সিরিজের সূচি প্রকাশ! শুনলে অবাক হলেও ব্যাপারটা ঘটেছে বাংলাদেশের সাথেই। চলতি বছরের শেষ দিকে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগামস (এফটিপি) এর অংশ হিসেবে বিষয়টি আগে থেকেই জানা গেলেও, সিরিজের প্রায় সাড়ে ছয় মাস আগে সূচি ঘোষণা করলো ক্যারিবিয়রা। আগামী ২২ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটা ওয়ানডে ও তিনটা টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

চলতি বছরের শেষার্ধে নিজেদের মাঠে বাংলাদেশ ছাড়াও সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বাংলাদেশসহ এই তিন দলের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছেন উইন্ডিজ ক্রিকেট।

২০১৮ এবং ২০২২ এর মতো এবারও বাংলাদেশের মিশন শুরু হবে অ্যান্টিগা থেকে। লাল বলের ওয়ার্ম আপ ম্যাচ দিয়েই শুরু হবে টাইগারদের মিশন। ২২ নভেম্বর অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট শুরু। ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর সেন্ট কিটস ও নেভিসে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর তিনটি ওয়ানডে এবং সেন্ট ভিনসেন্টে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

;

এশিয়ান অ-১৪ টেনিসের পর্দা উঠছে কাল



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শুরু হচ্ছে এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪। আগামীকাল (রবিবার) বিকেল ৫টায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে পর্দা উঠবে এই প্রতিযোগিতার।

জানা গেছে, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

এশিয়ান টেনিস ফেডারেশন স্বীকৃত এই প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।

গত বছরের অক্টোবরেও বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা।

আগামী ১৩-১৭ মে পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

;