টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল স্বাগতিকরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠিয়ে রেকর্ড রান চেজ করে ম্যাচ জিতেছিল যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচেও টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দলটির অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতে আটকে দেওয়ার চেষ্টা করবে দলটি।

পাকিস্তান অবশ্য নিজেদের সেরা দলটা নিয়েই বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। স্বাগতিক হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই আজ দর্শক সমর্থন বেশি পাবে যুক্তরাষ্ট্র। আর সেটাই পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন

গ্রুপপর্বের প্রথম ম্যাচে কানাডার দেওয়া ১৯৪ রানের লক্ষ্য ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে যুক্তরাষ্ট্র। এমন দলকে তাই খুব একটা হালকাভাবে নিচ্ছে না বাবর আজমরা।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, আজম খান, ইফতেখার আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদী, নাসিম শাহ, মোহাম্মদ আমির, হারিস রউফ।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হরমিত সিং, জসদীপ সিং, নস্টুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার, আলি খান।