এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা গেলেন নিগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ সিনিয়র পর্যায়ের ক্রিকেটে সবচেয়ে বড় সাফল্যটা এসেছে নারী এশিয়া কাপে। ২০১৮ সালের ওই আসরের পর ২০২২ সালের আসরে ফলটা অবশ্য ভালো হয়নি। ২০২৪ এ সে ফলটা বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছে বাংলাদেশ। সে লক্ষ্যে আজ দুপুরে ঢাকা ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।

১৯ জুলাই থেকে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। এবার এই টুর্নামেন্ট হবে শ্রীলঙ্কায়। সে টুর্নামেন্টে খেলতে আজ মঙ্গলবার শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন নিগার সুলতানা জ্যোতিরা। 

বিজ্ঞাপন

এই এশিয়া কাপে বাংলাদেশ আছে বি গ্রুপে। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া আর থাইল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২০ জুলাই মাঠে নামবে বাংলাদেশ। ওদিকে এ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নেপাল আর সংযুক্ত আরব আমিরাত। 

এশিয়া কাপে বাংলাদেশ নারী স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।