অক্টোবরে আইসিসির বোর্ড সভা ঢাকায় 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী বোর্ড সভা অক্টোবরে। যেটি এবার বসতে যাচ্ছে ঢাকায়। এর আগে বাংলাদেশের আইসিসি বোর্ড সভা বসেছিল দু'বার। ১৯৯৮ মিনি বিশ্বকাপের পর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় আইসিসি বোর্ড সভার ভেন্যু ছিল বাংলাদেশ। 

এতেই পুরো এক দশক পর ফের দেশের অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির আসন্ন বোর্ড সভাটি। এদিকে সেই সময়েই অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।   

বিজ্ঞাপন

আইসিসির বর্তমান কমিটির সর্বশেষ সভা হবে এটি। এরপর আইসিসির পরবর্তী নির্বাচনও সম্ভবত হবে ঢাকাতেই। 

রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকাপে বিষয়গুলো নিশ্চিত করেন বাংলাদেশ বর্তমান ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপল। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনী ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’

আসন্ন সভাটি  বাংলাদেশের ক্রিকেটের জন্য বেশ গুরুত্বপূর্ণ বলেও জানান পাপন। ‘আইসিসির বর্তমান কমিটির এখন যেহেতু শেষ টার্ম, কিছু ক্রিটিক্যাল সিদ্ধান্ত আছে, যেটার ওপর নির্ভর করবে অনেক কিছু। এখন যা পাস হচ্ছে, তা কিন্তু আট বছর চলবে। কে কত টাকা পাবে, খেলা কী হবে, এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য।’