রোমাঞ্চ ছড়িয়ে প্যারিসের দ্রুততম মানব লাইলস

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকে শনিবার মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক সেকেন্ড সময় নিয়ে ৭২ সেকেন্ড সময় নিয়ে ইতিহাস গড়ে সোনা জেতেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। তবে ছেলেদের বিভাগে কার্যত সময়টা লাগে ১০ সেকেন্ডেরও কম। প্যারিস অলিম্পিকেও হয়নি এই ব্যতিক্রম। তবে দৌড় শেষের পর কে সোনা সেটি ঠিক করতেই সময় লাগল ৩০ সেকেন্ডেরও বেশি। রোমাঞ্চকর সেই ফিনিশিং শেষে সোনা জেতেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস।

দৌড় শেষের পর লাইলস ও জ্যামাইকার কিশানে টম্পসনের সময় দেখাচ্ছিল সমান ৯.৭৯ সেকেন্ড। দশমিকের পর দুই ঘরের সংখ্যা দিয়েই সাধারণত নির্ধারণ হয়ে যায় স্থান। তবে গত রাতে প্যারিসে বেগুনী ট্র্যাকে ঝড় ওঠা এই ইভেন্ট শেষে ফলাফল জানাতে যেতে হলো সেকেন্ডের আরও নিখুঁত পরিসংখ্যানে।

বিজ্ঞাপন

পরে দেখা যায় লাইলস দৌড় শেষ করেছেন ৯.৭৮৪ সেকেন্ডে এবং টম্পসন সময় নেন ৯.৭৮৯ সেকেন্ড। এদিকে ৯ দশমিক ৮১ সেকেন্ড সময় ব্রোঞ্জ জেতেন লাইলসের স্বদেশী ফ্রেড কার্ল।

এর আগে টোকিও অলিম্পিকে এই ইভেন্টে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন মার্সেল জ্যাকবস। তবে এবার ০.০৫ সেকেন্ড বেশি নিয়ে চতুর্থ হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গত বছরের বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন লাইলস। এবার অলিম্পিকের ১০০ মিটারেও হলেন সেরা। অপেক্ষা এখন ২০০ মিটারেও রাজত্ব করার।