কানাডায় অলরাউন্ড পারফর্মে ম্যাচসেরা সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মেজর লিগ ক্রিকেটেও ব্যর্থ সময় পার করার পর গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় বল হাতে ছন্দ ফিরে পান সাকিব আল হাসান। তবে যেই ক্ষেত্রে বিশ্বসেরা বনে সেই ব্যাটে-বলের অলরাউন্ড পারফর্মার সাকিবের দেখা মিলছিল না দীর্ঘদিন। অবশেষে ফুরাল সেই ক্ষণ। গতকাল সারে জাগুয়ার্সের বিপক্ষে ব্যাট হাতে ৩৬ রান ও একটি উইকেট নেন বাংলা টাইগার্স মিসিসাগারের এই অধিনায়ক। ম্যাচটি বাংলা টাইগার্স জিতেছে ২ উইকেট এবং ম্যাচসেরার খেতাব উঠেছে সাকিবের হাতেই।
টানা তিন ম্যাচ জয়ের পর ব্রাম্পটন উলভসের কাছে বড় ব্যবধানে হারে সাকিবের দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াল তারা। এতে ৬ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে বাংলা টাইগার্স। সমান পয়েন্টে ব্রাম্পটন আছে দুইয়ে এবং ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মন্ট্রিয়েল।
এদিন বোলিংয়ে সাকিব ৪ ওভারে ২৪ রান দিনে নেন ১ উইকেট। পরে ব্যাট হাতে দলের ব্যাটিং দুর্দশার দিনে করেন ৩০ বলে দলীয় সর্বোচ্চ ৩০ বলে ৩৬। এদিকে শরিফুলও ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ১ উইকেট।
টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। সেখানে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৮ ওভারে ৮ উইকেটে ১০৮ রান তোলে সারে জাগুয়ার্স।
লক্ষ্যটা সহজের কাতারে থাকলেও বাংলা টাইগার্সের টপ-অর্ডারের ব্যাটাররা এদিনও ছিলেন ব্যর্থ। দলীয় সংগ্রহ ৫২ রানে পৌঁছাতেই নেই ৪ উইকেট। পরে সাকিবের ব্যাটিং দৃঢ়তায় শেষ ওভারে গড়ান ম্যাচে ২ উইকেটের কষ্টের জয় পায় তারা।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জাগুয়ার্সের ব্যাটাররা। এদিন ২০ রানের গণ্ডি পেরোতে পারেন কেবল শ্রেয়াস মোভা (২১)। অধিনায়ক মার্কাস স্টয়নিস ফেরেন কেবল ১ রান করে। শেষ পর্যন্ত তাই দলটির সংগ্রহ থামে ১০৮ রানে। সেখানে বাকি বোলাররা একটি করে উইকেট নিলেও কার্টিস ক্যাম্ফার নেন সর্বোচ্চ ৪ উইকেট।