অলিম্পিকেই খেলার কথা ছিল না, জিতে দেখালেন স্বর্ণপদক!
ইথিওপিয়ার হয়ে ছেলেদের ম্যারাথনে অংশ নেওয়ার কথা ছিল সিসে লেমার। তবে দুই সপ্তাহ আগে তিনি চোটে পড়ায় রিজার্ভে থাকা তামিরাত তোলা পান দেশটার হয়ে প্যারিস অলিম্পিকের ম্যারাথনে অংশ নেওয়ার সুযোগ। আর তাতেই বিশ্ব দেখল এক অবিশ্বাস্য কান্ড!
যার কিনা অংশগ্রহণ করারই কথা ছিলো না, সে-ই কিনা দেশকে এনে দিলেন এবারের আসরের একমাত্র স্বর্ণপদক। তাও আবার রেকর্ড গড়ে!
ছেলেদের ম্যারাথনে গোল্ড জিতেছেন তামিরাত। যেটা প্যারিস অলিম্পিকে তার দেশ ইথিওপিয়ার প্রথম স্বর্ণজয়। ৪২.২ কিলোমিটার ম্যারাথন শেষ করতে তামিরাত সময় নিয়েছেন ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ড। এতেই গড়েছেন অলিম্পিকের নতুন রেকর্ড।
২ ঘণ্টা ৬ মিনিট ৩২ সেকেন্ড নিয়ে আগের রেকর্ডটি ছিল কেনিয়ার ওয়ানজিরুস স্যামুয়েলকামা উরের। সেটা তিনি গড়েছিলেন ২০০৮ বেইজিং অলিম্পিকে।
এদিকে এই ইভেন্টে ২ ঘণ্টা ৬ মিনিট ৪৭ সেকেন্ড সময় নিয়ে সিলভার জিতেছেন বেলজিয়ামের বশির আবদি। ২ ঘণ্টা ৭ মিনিট সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার বেনসন কিপরুতো।
৩২ বছর বয়সী তামিরাত এর আগে ২০১৬ রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন দশ হাজার মিটার দৌঁড়ে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপেও ২০০২-এও তিনি জিতেছিলেন গোল্ড মেডেল।