নেইমারহীন ব্রাজিল দলে এক চমক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

হাঁটুর চোট নিয়ে নেইমার মাঠের বাইরে প্রায় এক বছর হতে চলল। তিনি এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি। ফলে তাকে ছাড়াই আগামী সেপ্টেম্বরে মাঠে নামছে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী মাসে ইকুয়েডর আর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। এ দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। 

বিজ্ঞাপন

এই দলে নেইমার ছাড়াও নেই বার্সেলোনা তারকা রাফিনিয়া আর আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল মার্তিনেলিরা। তবে স্কোয়াডে আছে এক চমক। ১৭ বছর বয়সী এস্তেভাও উইলিয়ানকে তিনি রেখেছেন দলে। 

১৮ বছর বয়স পূরণের পর এই উইলিয়ান পাড়ি জমাবেন চেলসিতে। শেষ কিছু দিনে দক্ষিণ আমেরিকান ফুটবলের অন্যতম সেরা প্রতিভা ধরা হয় তাকে। সেই তিনি ইউরোপে অভিষেকের আগেই গায়ে চড়াচ্ছেন ব্রাজিলের জার্সি। 

বিজ্ঞাপন

একই রকম নিয়তি ছিল এনড্রিকেরও। সেই তিনিও আছেন এই দলে। গেল মার্চে ইংল্যান্ডের বিপক্ষে যিনি গোল করেছিলেন একটি। যদিও কোপা আমেরিকায় ভালো সময় কাটেনি তার, তবে তারপরও তার ওপর ভরসা হারাননি কোচ দরিভাল।

আগামী ৬ সেপ্টেম্বর ইকুয়েডরকে আতিথ্য দেবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর প্যারাগুয়ের মাঠে খেলবে দলটা। 

ব্রাজিল স্কোয়াড–
অ্যালিসন, বেন্তো, এদেরসন
দানিলো, ইয়ান কৌতো, গিলের্মে আরানইয়া, ওয়েন্ডেল, লুকাস বেরালদো, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালায়েস, মারকিনিয়োস
আন্দ্রে, ব্রুনো গিমারেশ, গেরসন, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা
এনড্রিক, এস্তেভাও, লুইজ এনরিকে, পেদ্রো, রদ্রিগো, সাভিও, ভিনিসিয়াস