বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা আজ

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েই ফারুক আহমেদ বলেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিকল্প খুঁজবেন তিনি। এদিকে সবশেষ ২১ আগস্টের জরুরি বোর্ড সভাতে উপস্থিত ছিলেন কেবল আগের ৮ জন পরিচালক। বাকিরা এখনো অনুপস্থিত বোর্ডে। সব মিলিয়ে অনেক অমিমাংসিত সিদ্ধান্তই আসতে পারে বিসিবির আজকের গুরুত্বপূর্ণ বোর্ড সভায়।

 সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বিসিবিত প্রথম বোর্ড সভা বসতে যাচ্ছে আজ (বৃহস্পতিবার)। সভাটি শুরু হবে বেলা ৩টায়।

বিজ্ঞাপন

 সূত্রমতে, সভায় সাকিবের মামলা বিষয়ে কথা হতে পারে। তবে সম্ভাব্য মূল বিষয় হিসেবে থাকবে নতুন কমিটি। কেননা গা ঢাকা দিয়ে থাকা পরিচালকরা আজকেও অনুপস্থিত থাকলে এমনটা হবে দ্বিতীয় দফায়। টানা তিনটি বোর্ড সভায় উপস্থিত না থাকলে অফিশিয়ালি তাদের পদ শূন্য হয়ে যাবে। এতেই আজকের এই সভায় আসতে পারে নতুন কমিটির আভাস। 

এদিকে আসন্ন এই বোর্ড সভা নিয়ে গণমাধ্যমে পরিচালক ও দেশের সাবেক অধিনায়ক আকরাম খান জানান, চলমান বাস্তবতায় এই বোর্ড সভাটি থাকবে নজরে। এখান থেকে আসতে পারে কিছু নীতিগত সিদ্ধান্ত।

বিজ্ঞাপন