তাসকিন-নাহিদের পেসে দিনের শুরুতেই নাজেহাল পাকিস্তানি ব্যাটাররা

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাজটা আগের দিনের শেষদিকেই এগিয়ে রেখেছিলেন হাসান মাহমুদ। দ্রুতই শুরুর ২ উইকেট তুলে নিয়ে। এবার সেই সূত্রে যোগ দিলেন দলের আরও দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। এতেই রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশের পেস নাজেহাল স্বাগতিকদের ব্যাটাররা। দলীয় সংগ্রহ ৬৫ রানেই মধ্যেই সাজঘরে পাড়ি জমিয়েছে পাকিস্তানের অর্ধেক দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ ওভার শেষে ৫ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৭৫ রান। এতেই ৮৭ রানে এগিয়ে আছে শান মাসুদের দল।

বিজ্ঞাপন

পিন্ডিতে এই মুহূর্তে চাপ সামলাতে ব্যাট করেছেন মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল। দিনের শুরুতেই তাসকিনের আঘাতের পর নাহিদ রানা তুলেছেন জোড়া উইকেট। 

২ উইকেটের ৯ রানের সংগ্রহ নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। সেখানে শুরুর চাপ সামলে আরও একবার থিতু হওয়ার পথেই এগোচ্ছিল শান মাসুদরা। তবে দলীয় ৪৭ রানের মাথায় ওপেনার সাইম আইয়ুবকে ফেরান তাসকিন। এই বাঁহাতি ব্যাটার করেন ২০ রান। পরে ৩ রানের ব্যবধানে অধিনায়ক মাসুদ ও সাবেক অধিনায়ক বাবর আজমকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন নাহিদ। এ নিয়ে পাকিস্তান সফরে দুই টেস্টে বাবর দু'বার আউট করলেন এই তরুণ ডানহাতি পেসার। 

বিজ্ঞাপন