১০ ওভারে মঙ্গোলিয়া অলআউট ১০ রানে, ৫ বলে ম্যাচ জিতল সিঙ্গাপুর 

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া এ-অঞ্চলের এক ম্যাচে বিব্রতকর বিশ্ব রেকর্ডে নাম লেখাল মঙ্গোলিয়া। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিতে স্রেফ ১০ রানেই অলআউট হয়েছে দলটি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। পরে সেই লক্ষ্যে পাঁচ বলেই পৌঁছে যায় সিঙ্গাপুর। 

বিজ্ঞাপন

সর্বনিম্ন সংগ্রহের এই বিব্রতকর রেকর্ডে মঙ্গোলিয়া মূলত ছুঁয়েছে আইল অব ম্যানের রেকর্ডকে। গত বছরের ফেব্রুয়ারিতে দ্বিপাক্ষিক এক সিরিজে স্পেনের বিপক্ষে সমান ১০ রানে অলআউট হয়েছিল আইল অব ম্যান। সেই ম্যাচটি স্প্যানিশরা জিতে নিয়েছিল স্রেফ ২ বলেই।  

মালয়েশিয়ার বাঙ্গিতে আজ (বৃহস্পতিবার) টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে মঙ্গোলিয়া। ১০ রান সংগ্রহ তুলতেই পুরো ১০ ওভার ব্যাটিং করেছে দলটি। শূন্য রানের ফিরেছেন পাঁচ ব্যাটার। সেখানে সিঙ্গাপুরের হয়ে ৪ ওভার ৩ রান দিয়ে সর্বোচ্চ ৬ উইকেট তুলেছেন হারশা ভারদ্বাজ। 

বিজ্ঞাপন

পরে ১১ রানের সেই নামমাত্র লক্ষ্যে পাঁচ বলেই পৌঁছে যায় সিঙ্গাপুরে, এর মধ্যে আবার একটি উইকেটও হারিয়েছে তারা। 

প্রতিযোগিতাটিতে এটি সিঙ্গাপুরের চার ম্যাচের মধ্যে দ্বিতীয় জয়। এদিকে চার ম্যাচের চারটিতেই হেরে মঙ্গোলিয়ার অবস্থান পয়েন্ট টেবিলের একদম তলানিতে।