শেষ মুহূর্তের গোলে বাংলাদেশকে হারাল ভুটান

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ গোলের জয় তুলে নিয়ে আট বছর আগের প্রতিশোধ নিয়েছিল বাংলাদেশ। তবে আজ আন্তর্জাতিক প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে হারের স্বাদ পেতে হলো বাংলাদেশকে। ঠিক ৯০ মিনিটে গোল আদায় করে ঘরের মাটিতে সিরিজ রক্ষা করল ভুটান।

প্রথম ম্যাচের শুরুতেই মোরসালিনের গোলে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছিল বাংলাদেশ। তবে ম্যাচের বাকি সময়জুড়ে খুব একটা ছন্দে ছিলেন না কেউই। আজ দ্বিতীয় ম্যাচেও বেশ আত্মবিশ্বাসী ছিল পুরো দল। ঘরের মাটিতে ভুটানকে লজ্জায় ডুবানোই ছিল লাল-সবুজের প্রতিনিধিদের মুখ্য উদ্দেশ্য। তবে নিজেদের ভুলেই ম্যাচের শেষ মিনিটে গোল হজম করতে হলো বাংলাদেশকে।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই আজ চাপ প্রয়োগ করছিলেন বাংলাদেশ ফুটবলাররা। একাধিক গোলের সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন মোরসালিন-জামাল-তপুরা। অপরদিকে স্বাগতিকরাও বেশ কয়েকবার আক্রমণে এলেও বল জালে জড়াতে পারেননি। তাই গোলশূন্য ড্র থেকেই প্রথমার্ধ শেষ করেছিল দু'দল।

বিরতির পর আক্রমণের মাত্রা বাড়ায় স্বাগতিকরা। তাদের একের পর এক আক্রমণে ছন্দ হারান বাংলাদেশের খেলোয়াড়রা। তবে গোলরক্ষকের একাধিক সেভ করার সুবাদে পিছিয়ে পড়তে হয়নি সফরকারীদের।

বিজ্ঞাপন

পুরো ম্যাচ আক্রমণ-পাল্টা আক্রমণ করে বাংলাদেশের রক্ষণভাগ ভুলটা করে ম্যাচের একদম শেষ মিনিটে এসে। ৯০তম মিনিটে ডি-বক্সে ক্রস করেন ভুটানের ফুটবলার, সেটিকে হেড দিয়ে জালে জড়ানোর চেষ্টা করেন আরেক ফরোয়ার্ড। প্রথম দফায় ব্যর্থ হন। এদিকে বাংলাদেশের ডিফেন্ডারও বলটি ক্লিয়ার করতে গিয়ে উল্টো স্বাগতিক ফুটবলারের পায়েই বল ফেরত পাঠান।

দ্বিতীয় সুযোগ পেয়ে আর ভুল করেনি ভুটান। স্বল্প দূরুত্ব থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ওয়াঙচুক কিগা। এরপর পাঁচ মিনিট যোগ করা হলেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচে হার নিয়েই মাঠ ছাড়েন মোরসালিন-জামালরা।