ইতিহাস গড়ে ইউএস ওপেনের নতুন রাজা সিনার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নতুন রাজার দেখা পেল ইউএস ওপেন। বিষয়টা অবশ্য নিশ্চিতই ছিল, ফাইনালে যখন টেলর ফ্রিটজ আর ইয়ানিক সিনার মুখোমুখি হচ্ছিলেন। সেই ফাইনালে শেষ হাসি হাসলেন ইতালিয়ান সিনার। তাতেই দুটো ইতিহাস গড়ে ফেলেছেন তিনি।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোর এই ফাইনালে গত রাতে সিনার দাঁড়াতেই দেননি তার প্রতিপক্ষ ফ্রিটজকে। ২৩ বছর বয়সী এই তরুণ তুর্কি শুরু থেকেই ছিলেন বেশ ছন্দে। এরপর তিনি জয়টা তুলে নিয়েছেন সরাসরি সেটে। 

বিজ্ঞাপন

প্রথম সেটটা সবচেয়ে সহজে জিতেছেন তিনি। ৬-৩ গেমে তুলে নিয়েছেন জয়টা। এরপরের দুই সেট তিনি জিতেছেন ৬-৪, ৭-৫ গেমে।  

তাতেই ইতিহাসটা গড়ে ফেলেছেন সিনার। ইউএস ওপেনের ১৪৩ বছরের ইতিহাসে এমন কীর্তি আর কখনোই গড়তে পারেননি কোনো ইতালিয়ান। সে ইতিহাসটা ফাইনালে গড়ে ফেললেন সিনার। প্রথম বারের মতো ইউএস ওপেন এনে দিলেন তার দেশ ইতালিকে। 

সঙ্গে আরও একটা ইতিহাস গড়েছেন তিনি। একই পঞ্জিকাবর্ষে নিজের প্রথম দুই গ্র্যান্ড স্ল্যাম জেতার ইতিহাস। ১৯৭৭ সালে এই কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন গিয়ের্মো ভিয়াস। সে রেকর্ডটা ৪৭ বছর পর আবারও গড়লেন তিনি। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন, এবার জিতলেন ইউএস ওপেনও।