সাকিব আল হাসান আর তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা দু’জন। ক্যারিয়ারের শেষদিকে এসে একই বিন্দুতে এসে মিলেছে দুজনের নিয়তি। দুজনেরই আন্তর্জাতিক ক্যারিয়ার ধোঁয়াশায়, যদিও তা ভিন্ন ভিন্ন কারণে।
তবে এরই মধ্যে এবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন, দুজনেরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা আছে বেশ। সে টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে। আর এই ফরম্যাট থেকে দুজনের কেউই অবসর নেননি। বিসিবি সভাপতির কথা, ‘যদি কোন খেলোয়াড় অবসর না নিয়ে থাকে, সে নির্বাচনের জন্য অবশ্যই অ্যাভেইলেবল। ’
সাকিবের বিষয়টা একটু জটিল। পতিত সরকার আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। সরকার পতনের পর থেকে তিনিও আর দেশে ফিরতে পারেননি।
মাঝে ফেরার কথা থাকলেও তুমুল প্রতিবাদের মুখে তার আর দেশে ফেরা হয়নি। তিনি এখন বিপিএলে খেলবেন কি না, এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘আসলে এই ব্যাপারটা একদমই ভিন্ন ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু নেই। শেষ যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলেছি আমরা, সেখানে সে মানসিক অবস্থায় ছিল না খেলার মতো। যেতে পারেনি। এখন বলবে বিপিএল খেলবে কি...আমার কাছে কোন আপডেট নেই তার ব্যাপারে।’
এদিকে গেল ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম অবসরের ঘোষণা দিয়েছিলেন। এরপর সে সিদ্ধান্ত থেকে সরে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। তবে এখন তিনি জানিয়েছেন, ফিরে এসে দলের জন্য কিছু করার প্রয়োজন থাকলে তিনি ফিরবেন।
তার বিষয়ে ফারুক বলেন, ‘তামিমেরটা আসলে প্রধান নির্বাচক যে কথা বলেছেন, এখনো কোনো পলিসি নেই। যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে আর যদি নির্বাচকরা মনে করে তাকে দরকার, তখন ওই নির্বাচক প্যানেল নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলবে।’
সাকিব আল হাসানের পরিস্থিতিটা জটিল। তবে সে তুলনায় তামিমেরটা জলবৎ তরলং। তাই পরিস্থিতি বিচারে তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটাকেই বেশি সম্ভব বলে মনে হচ্ছে।