দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল জ্যোতি-রাবেয়ারা

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ নারী-এ দলের দাপট চলমান আছে। ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও জয় তুলে নিল রাবেয়া খানের দল। টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ জেতার সুবাদে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের নামে করল  টাইগ্রেসরা।

তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের আজ ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। এতেই স্বল্প ফরম্যাটের সিরিজে হ্যাটট্রিক জয়ে ৩-০ ব্যবধানে সিরিজটা আগেই নিজেদের করে রাখল জ্যোতি-রাবেয়ারা।

বিজ্ঞাপন

এর আগের সিরিজের প্রথম দুটি ম্যাচে বাংলাদেশের আরও দাপট দেখেছিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের বিশাল ব্যবধানে জেতে রাবেয়া খানের দল।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আজ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী-এ দলের অধিনায়ক রাবেয়া খান। সেখানে অবশ্য খুব একটা ভালো করতে পারেনি সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে দলীয় মাত্র ৯৭ রানের সংগ্রহ পায় তারা।

জবাবে ব্যাট হাতে এই স্বল্প রানও তুলতে পারল না লঙ্কান মেয়েরা। ৮৭ রানেই থামে তাদের ইনিংস। অবশ্য পুরো ২০ ওভারই খেলে ৮ উইকেট হারিয়েছিল তারা।