এটাই সেরা বাংলাদেশ দল, বলছেন হার্শা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

হার্শা ভোগলে বেশ অনেক দিন ধরেই বাংলাদেশকে দেখছেন খুব কাছ থেকে। কখনো ভূয়সী প্রশংসা বা কখনো সমালোচনা করেছেন দলের। তবে আসন্ন ভারত সিরিজের আগে সেই বাংলাদেশকে এবার ‘সেরা স্কোয়াড’ই আখ্যা দিয়ে দিলেন ভারতীয় এই ধারাভাষ্যকার।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন এই কথা। তার চোখে লেগেছে দুটো জায়গায় বাংলাদেশের সম্পদের প্রাচুর্য্যে। এই দুই কারণেই তার মনে হচ্ছে এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল।

বিজ্ঞাপন

সম্প্রতি তার নিজের ইউটিউবে তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষে ১৩টি টেস্টে বৃষ্টির কারণে দুটি ড্র ছাড়া সব টেস্ট হেরেছে। একটা টেস্টে জেতার খুব কাছে গিয়েছিল। সেটা সর্বশেষ যে ম্যাচ ছিল ঢাকায়। ২০১৯ সালে সফরে এসে তারা যে দুটো টেস্ট খেলেছে সে ম্যাচগুলোয় আমি তাদের কাছ থেকে কোন লড়াইয়ের আভাসও পাইনি। তবে এরপরও এবার বাংলাদেশ দলটাকে নিয়ে আমি আগ্রহী। কারণ আমি আসলেই বিশ্বাস করি লম্বা সময় ধরে আমার দেখা এটাই সেরা বাংলাদেশ স্কোয়াড।’

সবশেষ টেস্টের শেষ ইনিংসে বাংলাদেশ পেসাররা দশ উইকেট তুলে নিয়েছিলেন পাকিস্তানের। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশি পেসাররা দাপট দেখালেন কোনো টেস্টে। পেসাররা শেষ কিছু দিন ধরেই বাংলাদেশের হয়ে পারফর্ম করছেন বেশ। হার্শার চোখে সেরা স্কোয়াড হওয়ার প্রথম কারণ এই বিষয়টা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রথমত, তাদের গতিময় পেসার আছে এখন। শেষ কিছু দিনে নাহিদ রানা বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর পেসার। সত্যিকারের পেসে সবসময় কিছু না কিছু হয়, এটা আমরা প্রায়ই বলি। নাহিদের বলে সেটা আছে। পাকিস্তানে বেশ ভুগিয়েছে ব্যাটারদের। সঙ্গে হাসান মাহমুদ আছে, যে বেশ অনেক উইকেট পেয়েছে। তাসকিন আহমেদ আছে। তিনটা সত্যিকারের পেসার আছে তাদের দলে।’

অন্য কারণটি হচ্ছে বাংলাদেশের কম্বিনেশন। হার্শার ভাষায়, ‘এই দলে দুইজন উইকেট কিপার আছে, যারা একই সঙ্গে দারুণ ব্যাটারও। দুজনই শুধু ব্যাটার হিসেবে একাদশে থাকার যোগ্য। এরপর দলটাতে দুজন জেনুইন অলরাউন্ডার আছে। সাকিব আল হাসান তো বটেই, সঙ্গে মেহেদি হাসান মিরাজও আছে।’