ভুটানকে হারিয়ে বাছাইপর্ব শেষ বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে এসে জয়ের দেখা পেল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে প্রতিযোগিতায় নিজেদের শেষ ম্যাচে জিতেছে ২-১ গোলে। 

বাংলাদেশ আজ ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল। ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে এগিয়ে দেন আসাদুল মোল্লা। ডান প্রান্তে বক্সের অনেক বাইরে থেকে তার করা শট গিয়ে আছড়ে পড়ে জালে।

বিজ্ঞাপন

তবে ৭১ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। আসাদুল ইসলাম সাকিব করে বসেন আত্মঘাতী এক গোল।

বাংলাদেশ শেষমেশ গোলের দেখা পেয়েছে নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে। বক্সের বাইরে থেকে মইনের শট ঠেকাতে পারেননি ভুটান গোলরক্ষক। বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায় তখনই। আর তাতেই জয়ের সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ মারুফুল হকের দল।

বিজ্ঞাপন