বড় জয় পেল সিটি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

প্রথম ম্যাচে দারুণ খেলেও ম্যানচেস্টার সিটি জয় পায়নি। দ্বিতীয় ম্যাচে এসে খাতা খুলল পেল গার্দিওলার দল। স্লোভান ব্রাতিস্লাভার জালে গুনে গুনে ৪ গোল জড়িয়েছে সিটিজেনরা। 

এদিন আলো কেড়ে নিয়েছেন ফিল ফোডেন। শেষ অনেক দিন ধরেই ফর্মহীনতায় ভুগছিলেন তিনি। গত তাতে গোল করে, করিয়ে সে দুঃসময় পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছেন ইংলিশ এই মিডফিল্ডার।

বিজ্ঞাপন

প্রতিপক্ষের মাঠে এই ম্যাচে ম্যানসিটি এগিয়ে যায় ৮ মিনিটে। ইলকায় গুন্দোয়ানের শট স্বাগতিক ডিফেন্ডারের গায়ে লেগে জড়ায় জালে।

এর ৭ মিনিট পর জেরেমি ডকুর পাস থেকে গোলটা পেয়ে যান ফোডেন। আরও এক গোল পেতে পারতেন তিনি। তবে তার পরের শটটা লেগেছে ক্রসবারে। শুধু তার শট নয়, ডকু আর গুন্দোয়ানেরও একটা করে শট লেগেছে বারপোস্টে।

তবে সিটির হয়ে গোল ব্যবধান এরপর বাড়ান আর্লিং হালান্ড। মৌসুমের ১১তম গোলটা তিনি পেয়ে যান ঘণ্টার কাটা পেরোনোর পরই। ৭৪ মিনিটে হালি পূরণ করে সিটি। ফোডেনের বাড়ানো দারুণ এক বলে জেমস ম্যাকআটি তার প্রথম ম্যানচেস্টার সিটি গোলের দেখা পেয়ে যান। ফলে সফরকারীরা মাঠ ছাড়েও ৪-০ গোলের বড় এক জয় নিয়ে।