পিএসজিকে হারাল আর্সেনাল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গত রাতে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে বড় ম্যাচ ছিল আর্সেনাল আর পিএসজির। সে ম্যাচে শেষ হাসি হেসেছে ইংলিশ দল আর্সেনাল। প্রথমার্ধের দুই গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটা। 

আগের ম্যাচে আতালান্তার সঙ্গে ড্র করেছিল দলটা। তাই দ্বিতীয় ম্যাচে জয়ের দরকারটা একটু বেশিই ছিল আর্সেনালের। 

বিজ্ঞাপন

নিজেদের মাঠে ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় গানাররা। লিয়ান্দ্রো ত্রসার্দের ক্রস থেকে গোল করেন কাই হ্যাভার্টজ। ম্যাচের ৩৫ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় স্বাগতিকরা। বুকায়ো সাকার দারুন এক ফ্রি কিকে গোলও পেয়ে যায় দলটা।  

পিএসজি ম্যাচে ফেরার কম চেষ্টা করেনি। দুই অর্ধে দুবার করে বল লেগেছে ক্রসবারে। প্রথম নুনো মেন্দেজ, এরপর দুর্ভাগা শটটা ছিল জোয়াও নেভেসের। 

বিজ্ঞাপন

তাই গোলের দেখা আর পায়নি সফরকারী পিএসজি। আর্সেনাল তাই ক্লিনশিট নিয়েই মাঠ ছাড়ে। তাদের সঙ্গী হয় ২-০ গোলের দারুণ এক জয়।