ইউনাইটেডের নাটকীয় ড্র, চেলসি-স্পার্সের জয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড গতকাল পোর্তোর মুখোমুখি হয়েছিল। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচটায় হারের শঙ্কায় ছিল দলটা। তবে শেষ মুহূর্তে গোল করে দলটাকে রক্ষা করলেন হ্যারি ম্যাগুয়ের। পোর্তোর বিপক্ষে ৩-৩ ড্র করে ইউনাইটেড। 

পোর্তোর মাঠে ইউনাইটেড শুরুটা বেশ ভালো করেছিল। মার্কাস র‍্যাশফোর্ড আর রাসমাস হয়লান্ডের গোলে ২০ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় দলটা। 

বিজ্ঞাপন

তবে ইউনাইটেডের উল্টো যাত্রার শুরু এরপরই। ২৭ মিনিটে পেপের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। এরপর সামু অমরদিওনের জোড়া গোলে ইউনাইটেডের বিপক্ষে লিডই নিয়ে নেয় পোর্তো। 

সফরকারীদের জন্য পরিস্থিতিটা আরও বাজে হয়ে যায় ৮১ মিনিটে ব্রুনো ফের্নান্দেজ লাল কার্ড দেখে বসলে। তবে ৯১ মিনিটে ম্যাগুয়েরের গোলে হারের শঙ্কা উড়িয়ে দেয় ইউনাইটেড। মাঠ ছাড়ে ৩-৩ ড্র নিয়ে। 

এর আগে টটেনহ্যাম হাঙ্গেরির দল ফেরেনশৎভারোসের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয়। দুই অর্ধে দলকে গোল এনে দেন পেপে সার ও ব্রেনান জনসন। সেটাই দলকে জয় এনে দেয়।

দিনের অন্য ম্যাচে আন্ডারলেখট লা লিগার রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে। ফরাসি দল নিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইতালির লাৎসিও। স্লাভিয়া প্রাহার বিপক্ষে ১-১ ড্র করেছে আয়াক্স।

এদিকে উয়েফা কনফারেন্স লিগে চেলসি জয় তুলে নিয়েছে ৪-২ গোলে। বিশাল স্কোয়াডের যথার্থ ব্যবহারই করেছেন কোচ এনজো মারেসকা। লিগে সবশেষ ম্যাচে খেলা একাদশের একজনকেও শুরুর দলে রাখেননি তিনি। 

তাতেও গেন্তের বিপক্ষে জয় তুলে নিতে সমস্যা হয়নি চেলসির। ১২ মিনিটে রেনাতো ভেইগা দলকে এগিয়ে দেন, এরপর পেদ্রো নেতো দলের ব্যবধান দ্বিগুণ করেন। ৫০ মিনিটে সুয়োশি ওয়াতানাবের ২-১ ব্যবধান করে গেন্ত। তবে এরপর ক্রিস্তোফার এনকুকু আর কিয়েরান ডসবুরি-হলের গোলে জয়টা নিশ্চিতই হয়ে যায় চেলসির। শেষ দিকে ওমরি গেন্দেলমানের গোলে অবশ্য ব্যবধান একটু কমায় গেন্ত। তবে চেলসি ঠিকই মাঠ ছাড়ে ৪-২ গোলের দাপুটে এক জয় নিয়ে।