ব্রাজিলের স্কোয়াডে হঠাৎ লুকাস বেরালদো

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লুকাস বেরালদো

লুকাস বেরালদো

চিলি আর পেরুর বিপক্ষে আসন্ন দুই ম্যাচের স্কোয়াড আগেই ঘোষণা দিয়েছে ব্রাজিল। তবে তারপর গত রাতে আবার তাতে পরিবর্তন আনে সেলেসাওরা। স্কোয়াডে ঢুকে পড়েছেন প্যারিস সেইন্ট জার্মেইঁর লুকাস বেরালদো।

তিনি দলে এসেছেন সেন্টারব্যাক ব্রেমারের চোটের কারণে। জুভেন্তাসের হয়ে সবশেষ ম্যাচে মাঠে নেমেছিলেন ব্রেমার। লাইপজিগের মাঠে ৩-২ গোলের এই জয়ের দিনে তিনি লিগামেন্টের চোটে পড়েন।

বিজ্ঞাপন

এই চোটের কারণে তিনি মৌসুমের একটা বড় সময় ধরে খেলতে পারবেন না, শঙ্কা আছে পুরো মৌসুমটাই শেষ হয়ে যাওয়ার। চোট থেকে সেরে উঠতে তাকে খুব শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে পায়ে।

তার জায়গায় দলে জায়গা পেয়েছেন বেরালদো। গেল জানুয়ারিতে তাকে দলে টানার পর থেকে তিনি পিএসজির হয়ে দারুণ পারফর্ম করছেন, বর্তমানে শুরুর একাদশের একজন নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন তিনি। গেল মার্চে তিনি ব্রাজিলের জার্সিতে খেলেন তার প্রথম ম্যাচ।

বিজ্ঞাপন

কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল এখন আছে পঞ্চম স্থানে। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট সংখ্যা হচ্ছে ১০।