একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে বাংলাদেশ। ফিরে গেলেন দুই ব্যাটার লিটন কুমার দাস ও ২ বছর পর খেলতে নামা পারভেজ হোসেন ইমন। তাদের দেখানো পথে বিদায় নিয়েছেন তাওহিদ হৃদয়ও। সব মিলিয়ে চাপে বাংলাদেশ। এ রিপোর্ট লেখার সময় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারা তুলেছে ১০.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৮ রান।

একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। শুরুেতেই ফিরে যান দুই ব্যাটার লিটন কুমার দাস ও ২ বছর পর খেলতে নামা পারভেজ হোসেন ইমন। তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদও বেশিক্ষণ টিকতে পারলেন না। জাকের আলিও সেই ব্যর্থতার মিছিলে নাম লেখান। 

বিজ্ঞাপন

প্রথম ওভারের পঞ্চম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ফিরে গেছেন লিটন দাস। আরশদীপ সিংয়ের করা বলে টপ এজ হয়ে বলবেশ উপরে ওঠে যায়। সেটা শর্ট কাভারে অনায়েসে তালুবন্দি করেন রিংকু সিং। ২ বল খেলে ১ চারে ৪ রান করে যান উদ্বোধনী ব্যাটসম্যান লিটন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তৃতীয় ওভারেই দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ। আবারও সেই আরশদীপ সিং। এবার ফিরলেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। আরশদীপের করা তৃতীয় ওভারের প্রথম বলটি সজোরে হাঁকাতে হয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান তিনি। ৯ বল খেলে ১ ছক্কায় ৮ রান আসে তার ব্যাট থেকে।

বিজ্ঞাপন

এর আগে টস ভাগ্য সঙ্গে থাকেনি নাজমুল হোসেন শান্তর। টসে জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন। তার মানে শুরুতেই ব্যাটিংয়ে বাংলাদেশ।

ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াল। মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামটি ভারতের ৫৪তম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু।

বাংলাদেশ একাদশে চার পরিবর্তন। পারভেজ হোসেন ইমন প্রায় দুই বছর পর আবার টি-টোয়েন্টি দলে ফিরলেন। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরলেন প্রায় ১৫ মাস পর। একাদশে জায়গা পেলেন জাকের আলি ও শরিফুল ইসলামও।