ভালো উইকেটের আফসোস তাসকিনের
বাইরের মাটিতে টি-টোয়েন্টি খেলতে গেলে একটা আপ্ত বাক্য ঘুরে ফিরে সঙ্গী হয় বাংলাদেশ ক্রিকেটের, সেটা হলো ভালো উইকেট না পাওয়ার আফসোস। গোয়ালিয়রে প্রথম ম্যাচ শেষে এই কথাটা সরাসরি বলেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আবারও অসহায় আত্মসমর্পণ করেছে ভারতের সামনে। হেরেছে ৮৬ রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচ শেষে তাসকিন আহমেদও জানালেন ভালো উইকেট নিয়ে নিজেদের আফসোসটা।
ভারত এই সিরিজে নিজেদের সেরা দলটাকে মাঠে নামায়নি। ব্যস্ত সূচির কারণে বিশ্রাম দিয়েছে বেশ কিছু তারকাকে। তবে দ্বিতীয় সারির ভারতের বিপক্ষেও বাংলাদেশ সুবিধা করতে পারেনি তেমন।
তাসকিন এমন ভারতকে বাহবা দিলেন বেশ। বললেন, ‘ওরা বিশ্বের সেরা দল। ওরা আমাদের চেয়ে অভিজ্ঞ। ওদের কন্ডিশনে তো ওরা ভালোই। উইকেট পড়লেও ওরা আমাদের বোলারদের বিপক্ষে চড়াও হয়েছে।’
তবে ভারত যে কারণে এমন উন্নত টি-টোয়েন্টি দল হলো, সে আইপিএলের তারিফ করতেও ভোলেননি তাসকিন। বলেন, ‘এটা অবশ্যই একটা ব্যাপার। আইপিএলে বেশির ভাগ ম্যাচই হাই স্কোরিং হয়। ওদের কাছে ১৮০ রান খুবই স্বাভাবিক। আমাদের জন্য যেটা ১৩০, ১৪০, ১৫০ রান।’
দুই ম্যাচে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, নিতিশ রেড্ডি কিংবা সাঞ্জু স্যামসনরা বাংলাদেশের বোলারদের খেলেছেন অনায়াসে। তাতে ভালো ব্যাটিং উইকেটে খেলার অভ্যাসের বিষয়টাকেও বড় করে দেখলেন তাসকিন, ‘ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে হয়তো বল মুখে লাগবে। ওরা ছোট থেকেই ভালো উইকেটে খেলে এভাবে খেলার অভ্যাস করেছে।’
বাংলাদেশ টি-টোয়েন্টিতে এখনও অমন সামর্থ্যবান ক্রিকেটার পায়নি যিনি একা হাতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন। সে বাস্তবতার কথাও মনে করিয়ে দিলেন অভিজ্ঞ এই পেসার, ‘আমরা ৮০ শতাংশের ওপরে ভালো খেললে জিতি। এক-দুজন ভালো খেললে জিতি না। আমরা ওই রকম দল নই।’