অবশেষে ক্রিকেটে ফিরছেন এবাদত

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন এবাদত হোসেন। তবে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের চোট তার ক্যারিয়ার থেকে ১৪ মাস সময় কেড়ে নিয়েছে। 

সে সময়টা অবশেষে পেছনে ফেলছেন এবাদত। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ দিয়ে তিনি ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ক্রিকবাজ।

বিজ্ঞাপন

২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তান সিরিজটা বাংলাদেশ ক্রিকেট ভুলেই যেতে চাইবে। তামিম ইকবালের আলোচিত-সমালোচিত অবসর কাণ্ডের পর থেকেই যে দেশের ক্রিকেট পেছনের পায়ে হাঁটা শুরু করে। তবে সেই সিরিজটা এবাদত ভুলে যেতে চাইবেন ব্যক্তিগত কারণে। সে সিরিজেই যে চোটটা পেয়েছিলেন তিনি, যা তাকে দুটো বিশ্বকাপ খেলা থেকেও বঞ্চিত করেছে।

এনসিএলে এবাদত খেলেন সিলেট বিভাগের হয়ে। তাদের জার্সি গায়ে চড়িয়েই আবার ক্রিকেট মাঠে ফিরছেন তিনি। আগামী ৯ নভেম্বর খুলনার বিপক্ষে তাদের চতুর্থ রাউন্ডের ম্যাচে খেলবেন এবাদত।

বিজ্ঞাপন

ক্রিকবাজকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ’আমাদের পরিকল্পনা মোতাবেক এবাদত এনসিএলের চতুর্থ রাউন্ডে খেলবে। আমরা দেখতে চাই প্রতিযোগিতামূলক ক্রিকেটে সে কেমন বোধ করে। এটা তার পুনর্বাসন প্রক্রিয়ারই অংশ, তার জন্য কিছু বাধ্যবাধকতাও দেওয়া হতে পারে।’

’তাকে তার ছন্দটা ফেরত আনতে হবে, এটা করার একমাত্র উপায় তাকে ম্যাচে বোলিং করতে হবে, এটাতেই মনোযোগ দিচ্ছি এখন আমরা। যদি বোলিংয়ের পর সে ভালো বোধ করে, তাহলে ঠিক আছে, না হলে তাকে আরও কিছু সময় নিতে হবে পুরোপুরি সেরে উঠতে। বিপিএলের আগে সেরে ওঠার জন্য আরও কিছু জায়গায় কাজ করতে হবে।’

এর আগে বিসিবি তাকে ভারত সফরে দলের সঙ্গে পাঠিয়েছিল। যেন তিনি তার পুনর্বাসন প্রক্রিয়াটা দলের সঙ্গে, টিম ম্যানেজমেন্টের চোখের সামনে থেকেই চালিয়ে যেতে পারেন।