ক্রাইষ্টচার্চেই শুরু হোক বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্প!



এম. এম. কায়সার, স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
জয়ের প্রত্যাশায় মাঠে নামবেন মাশরাফি বিন মর্তুজা

জয়ের প্রত্যাশায় মাঠে নামবেন মাশরাফি বিন মর্তুজা

  • Font increase
  • Font Decrease

হিসেবটা বাংলাদশের জন্য সহজ এবং সেই সঙ্গে কঠিনও!

সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। এটা হলো সহজ হিসেব। আর বিষয়টা কঠিন এই জন্য যে খেলাটা ক্রাইষ্টচার্চে। এবং সেখানকার ঠান্ডা আগের ম্যাচের ভেন্যু নেপিয়ারের চেয়েও বেশি। ম্যাচের দিন থাকবে ১৭ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের গতিবেগ বেশি। উইকেটেও তেজি বোলারদের জন্য উত্তাপ বেশি। আর এমন কন্ডিশনের সঙ্গে ধাতস্ত হওয়ার অভ্যাস খুব একটা নেই বাংলাদেশ দলের।

হারলেই ওয়ানডে সিরিজের প্রত্যাশার বেলুনে ফুটো। তারওপর আবার এই বাড়তি শীত, বাতাসের তেজ, তেতে থাকা কিউই পেস বোলিং এবং ‘ঘুমিয়ে পড়া’ বাংলাদেশের ব্যাটিং-এসব কিছুকে আমলে নিলে ক্রাইষ্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফির দলকে এমনকিছু করতে হবে যাতে নিউজিল্যান্ডকে চমকে দেয়া যায়।

পিছিয়ে পড়েও লড়াইয়ে কিভাবে ফিরে আসতে হয় সেটা ভালই জানা বাংলাদেশের। সেই দৃঢ়তা নিয়ে ১৬ ফেব্রয়ারির ভোর ৪টায় শুরু হতে যাওয়া ক্রাইষ্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়াইয়ের জন্য দলকে উজ্জ্বীবিত করছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নেপিয়ারের ভুল ভ্রান্তি কাটিয়ে ক্রাইষ্টচার্চে কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের উইকেট যে একেবারে মাইনফিল্ড নয়, দক্ষতা দেখিয়ে খেলতে পারলে এখানেও যে আস্থা নিয়ে ব্যাটিং করা সম্ভব-তার সবচেয়ে বড় প্রমান তো দেখিয়েছেন মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফুদ্দিন। শুরুর দিকের পাঁচ ব্যাটসম্যানদের দুই বা তিনজনের ব্যাট থেকে এমন দৃঢ়তা দেখাতে পারলে ক্রাইষ্টচার্চে ফিরে আসার লড়াইয়ের জয়গানের সুর নিয়েই ফিরতে পারে বাংলাদেশ।

এই ম্যাচ নিয়ে নিউজিল্যান্ডকে খুব একটা বাড়তি কোন পরিকল্পনা করতে হচ্ছে না। আগের ম্যাচের একাদশ নিয়েই সম্ভবত নামছে তারা। দলের তিন পেসার ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন নিজেদের মধ্যে সাত উইকেট ভাগাভাগি করে নেন। বাংলাদেশের শুরুর ব্যাটিংয়ে ধস নামান নিউজিল্যান্ডের বোলাররা। আর শেষের অংশ উপড়ে ফেলার দক্ষতা দেখান স্পিনার মিচেল স্যান্টার। আর ৮ উইকেটের বড় ব্যবধানে জেতা ম্যাচের স্কোরকার্ডই জানাচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদেরও তেমন পরীক্ষায় ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা।

নিউজিল্যান্ডের উইকেটে সুইং এবং সিম বোলারদের জন্য করার মতো অনেককিছু থাকে। তবে সেই সুবিধা কিভাবে কাজে লাগাতে হয়-সেটাও জানতে হয়। নেপিয়ারে সেই জানার বড় অভাব ছিলো বাংলাদেশের বোলিংয়ে।

সিরিজের প্রথম ম্যাচে যে শুধু বাংলাদেশের ব্যাটিংই বেহাল ছিলো তা নয়, বোলিংয়েও সঙ্কট কম কিছু ছিলো না। যে কম্বিনেশন নিয়ে বাংলাদেশ এই দল গড়েছে তাতে বোলিংয়ের দুর্বলতা স্পষ্ঠত। পুরোদুস্তর পার্টটাইমার সাব্বির রহমানের লেগস্পিনের ৭ ওভার বাংলাদেশকে ব্যবহার করতে হয়েছে। সত্যিকার অর্থে মাত্র চারজন জেনুইন বোলার নিয়ে এই ম্যাচে খেলতে নামে বাংলাদেশ! মাশরাফি, মুস্তাফিজ, মেহেদি ও সাইফুদ্দিন। কোটার বাকি ১০ ওভার করার জন্য সৌম্য, মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান!

এমন বোলিং কম্বিনেশনে একাদশ সাজানো বড় বিপদ। যদি জেনুইন বোলিং কোটায় খেলা কোন বোলার শুরুতেই ইনজুরিতে পড়তেন তখন কি হতো? অথবা একজন প্রধান বোলার শুরুতে প্রচুর রান খরচা করে ফেললে, তখন? বাধ্য হয়েই অধিনায়ককে তখন সেই খরুচে বোলারের হাতেই বল তুলে দিতে হতো!

অলরাউন্ডার সাকিব আল হাসানের শূন্যস্থানটা বাংলাদেশের একাদশের অনেককিছুকেই এলোমেলো ও শূন্য করে দিচ্ছে! একাদশে রুবেল হোসেনকেও জায়গা দিতে পারছে না বাংলাদেশ। ব্যাটসম্যান কমিয়ে রুবেলকে একাদশে নিলে ব্যাটিংয়ে কাঁপাকাপি যে আরো বাড়বে!

ক্রাইষ্টচার্চের বাতাসে শীতের পরশ। ৮ উইকেটে প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে থাকা। পেস বোলিংয়ের সামনে অসহায়ত্ব। টপঅর্ডারের টালমাটাল ব্যাটিং। নিউজিল্যান্ডের ব্যাটিং ফর্ম। নিউজিল্যান্ডের মাটিতে এখনো জয়হীন পরিসংখ্যান; ক্রিকেটীয় এমন আরো অনেককিছুতেই অনেক পিছিয়ে বাংলাদেশ।

কিন্তু পিছিয়ে পড়েও জিততে জানে বাংলাদেশ-সিরিজে সম্ভাবনা ও স্বপ্ন দেখাচ্ছে সেই লড়াইয়ের জেদ!

   

বাংলাদেশের ম্যাচ ছাড়াও টিভিতে যা থাকছে আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। এছাড়াও টিভিতে যা যা থাকছে। 

২য় টি-টোয়েন্টি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

রাত ৯টা, নাগরিক টিভি

মেয়েদের ১ম ওয়ানডে

ইংল্যান্ড-পাকিস্তান

সন্ধ্যা ৬টা, সনি স্পোর্টস টেন ৫

সৌদি প্রো লিগ 

আল হিলাল-আল তাই

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ৩

আল রিয়াদ-আল নাসর

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২

আল ইত্তিহাদ-দামাক

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ১

;

এলপিএলে মুস্তাফিজের দলের চুক্তি বাতিল, মালিক গ্রেপ্তার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডার্স কিনে নিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমান। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই শ্রীলঙ্কায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। এছাড়া তার দল ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে এলপিএল কর্তৃপক্ষ।

ডাম্বুলা থান্ডার্সে খেলার কথা ছিল বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল তারা। দলটির সঙ্গে এলপিএল চুক্তি বাতিল করায় এখন তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, আজ (বুধবার) কলম্বোতে ফ্লাইটে চড়ার আগে তাকে গ্রেপ্তার করে কলম্বো পুলিশ। তার বিরুদ্ধে এলপিএলে দুর্নীতি বা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এবারের আসরে মুস্তাফিজ ছাড়াও ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদের মতো বিদেশী ক্রিকেটারদের দলে ভিড়িয়েছিল ডাম্বুলা। লঙ্কান ক্রিকেটারদের মধ্যে  ছিলেন দিলশান মাদুশঙ্কা, নুওয়ান থুশারা, আকিলা দানঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, নুয়ান প্রদীপরা।

তামিম রহমানকে গ্রেপ্তার এবং ডাম্বুলার সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে দেয়া এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট জানিয়েছে, ‘যদিও মিঃ রহমানের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট বিষয়গুলি অস্পষ্ট, তবে লঙ্কা প্রিমিয়ার লিগের সততা এবং মসৃণ কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সিদ্ধান্তের লক্ষ্য হল এলপিএলের মূল্যবোধ এবং খ্যাতি বজায় রাখা, নিশ্চিত করা যে সমস্ত অংশগ্রহণকারীরা আচার-আচরণ এবং ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মান মেনে চলবেন। এলপিএল ব্যবস্থাপনা কমিটি এই পরিণতি মোকাবেলা করার জন্য এবং আসন্ন মরসুমে ন্যূনতম ব্যাঘাত নিশ্চিত করার জন্য নিষ্ঠার সাথে কাজ করছে।’

;

অনূর্ধ্ব-১২ এশিয়ান টেনিসে ভারতের কাছে হার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নেপালে এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতা ২০২৪ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় স্বাগতিক নেপালসহ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভূটান, পাকিস্তান ও বাংলাদেশের অনূর্ধ্ব-১২ বছরের বালক ও বালিকা খেলোয়াড় ও ক্যাপ্টেন অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার তৃতীয় দিনে বাংলাদেশের বালক ও বালিকা উভয় দল শক্তিশালী ভারত দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে দুটি দলই ০-৩ ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায়।

বালক এককের প্রথম ম্যাচে বাংলাদেশের মোহাম্মদ হায়দার ০-৬, ০-৬ গেমে ভারতের মনোহর পুনিথ এর নিকট এবং মো: জোবায়ের ইসলাম ০-৬, ০-৬ গেমে ভারতের ছাল্লানি আরভ অক্ষয়কুমার এর নিকট পরাজিত হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশের মোহাম্মদ হায়দার ও মো: জোবায়ের জুটি ০-৬, ১-৬ গেমে ভারতের জর্জ যুভান ও মনোহর পুনিথ জুটির নিকট পরাজিত হলে বাংলাদেশ বালক দল ০-৩ ম্যাচে ভারতের নিকট পরাজিত হয়।

বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সারা আল জসিম ০-৬, ১-৬ গেমে ভারতের সৃষ্টি কিরন এর নিকট এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জান্নাত হাওলাদার  ০-৬, ০-৬ গেমে কাদিয়ান খুশির নিকট পরাজিত হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশ মাসতুরা আফরিন ও সারা আল জসিম জুটি ০-৬, ১-৬ গেমে সৃষ্টি  কিরন ও গালত সেরেনার নিকট পরাজিত হয়। ফলে বাংলাদেশ বালিকা দল ০-৩ ম্যাচে ভারতের নিকট পরাজিত হয়।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশ বালক দল পাকিস্তানের বিরুদ্ধে এবং বাংলাদেশ বালিকা দল শ্রীলংকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ বালক দল গ্রুপ-‘এ’ তে দ্বিতীয় স্থান অধিকার করে, ফলে গ্রুপ-‘বি’ এর চ্যাম্পিয়ন দল পাকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। অপরদিকে বালিকা দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে ৩টি ম্যাচ খেলে ২টিতে (মালদ্বীপ ও নেপাল) জয় লাভ করে এবং ১টিতে (ভারত) পরাজিত হয়।

;

যে কারণে বিশ্বকাপের বিমানে চড়া হচ্ছে না লামিচানের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণ মামলায় ৮ বছরের সাজা হয়েছিল নেপালি ক্রিকেটার সন্দীপ লামিচানের। তবে গত বুধবার (১৫ মে) নেপালের সে অভিযোগ থেকে তাকে মুক্তি দেয়। খালাস পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিমানে চড়ার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র তাকে ভিসা দিতে সম্মত হয়নি।

ভিসা না পাওয়ার বিষয়টি নিজেই এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছেন লামিচানে, ‘নেপালে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস আবারও সেটাই করল যা তারা ২০১৯ সালে করেছিল। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারা আমাকে ভিসা দেয়নি। দুর্ভাগ্যজনক।’

গত ১ মে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে নেপাল। ধর্ষণের মামলায় শাস্তিভোগ করতে থাকা লামিচানেকে সে দলে রাখার কোনো সুযোগ ছিল না। কারণ নেপাল ক্রিকেট তখন তাকে বহিষ্কার করেছিল।

তবে খালাস পাওয়ার পর বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন দেশটির বোর্ড প্রধান চতুর বাহাদুর চাঁদ, ‘আইনের মাধ্যমে সে মুক্তি পেয়েছে এবং আমরা তার জন্য খুশি। আমরাও তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তাকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করার জন্য ২৫ মে পর্যন্ত সময় রয়েছে।’

কিন্তু যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় এখন আর তাকে দলে রাখতে পারছে না নেপাল ক্রিকেট।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের সঙ্গী নেপাল।

;