জয়সওয়ালকে ‘আউট’ দিয়ে প্রশংসার পিঠে নিন্দাও পেলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত
বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ভিন্ন কারণে আলোচনায় চলে এসেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তোপের মুখে পড়েছেন ভারতীয় সমর্থকদের। তবে এই সিদ্ধান্তের পর ক্রিকেট বিশেষজ্ঞদের সমর্থনও পাচ্ছেন তিনি।
৩৪০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট খুইয়ে তখন ড্র করার উদ্দেশ্যে খেলছিল ভারত। শেষ সেশনে ভারতের রান যখন ১৪০, তখন প্যাট কামিন্স এর বলে পুল করতে গিয়ে ব্যাটের কানায় লেগে অ্যালেক্স ক্যারির হাতে ধরা পরেন জয়সওয়াল।
অন ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন আবেদনে কোনো সাড়া না দিলে অস্ট্রেলিয়া রিভিউ নেয়। যদিও আল্ট্রা এজে কোনো সংযোগের নির্দেশক বা স্পাইক দেখা যায়নি। কিন্তু রিভিউতে বলের দিক বদল স্পষ্ট দেখা যাচ্ছিল। সিদ্ধান্ত গ্রহণের জন্য সৈকত একে যথেষ্ট বলে মনে করেন এবং ৮৪ রান করা জয়সওয়ালকে আউট ঘোষণা করেন।
জয়সওয়াল আউট হওয়ার পর ভারত মাত্র ১৫ রান যোগ করতে শেষ ৩ উইকেট হারিয়ে ১৫৫ রানে অল আউট হয় এবং অস্ট্রেলিয়া বর্ডার-গাভাস্কার সিরিজে ২-১ এ এগিয়ে যায়।
সৈকত সে সিদ্ধান্ত জানানোর সময় অন ফিল্ড আম্পায়ার উইলসনকে বলেন, ‘আমি দেখতে পাচ্ছি বল গ্লাভসে লেগেছে, জোয়েল, আপনাকে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।’
অস্ট্রেলিয়ার সাবেক প্রখ্যাত আম্পায়ার সাইমন টফেল সৈকতের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, ‘থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রযুক্তির সহায়তায় আম্পায়ার বলের স্পষ্ট প্রতিফলন দেখতে পেয়েছেন। অন্য কোনো প্রযুক্তির সহায়তা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনা।’
অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংও একমত হয়ে বলেন, ‘তারা এই সিদ্ধান্তকে যেভাবে খুশি নিতে পারে। বল গ্লাভসে লেগেছে যেটা আমি দেখেই বুঝেছি। জয়সওয়ালও হাঁটতে শুরু করেছিল। এটা অবশ্যই আউট, এটা নিয়ে কোনো বিতর্ক নেই।’
ভারতের সাবেক খেলোয়াড় এবং কোচ রবী শাস্ত্রীও ধারাভাষ্য দেওয়ার সময় একই কথা বলেন। কিন্তু সুনীল গাভাস্কার প্রযুক্তির ব্যবহার এবং সৈকতের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘প্রযুক্তির প্রমাণকে আমরা গ্রহণ না করি তবে এটা ব্যবহার করবো কেন। এই সিদ্ধান্ত অবশ্যই ভারতীয় সমর্থকদের হতাশ করবে।’
সেটা তারা হয়েছেও, তার প্রতিফলন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমও একে ভালোভাবে নেয়নি আদৌ। তবে এরই মধ্যে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন সিদ্ধান্তটা সঠিকই ছিল, যা আম্পায়ার সৈকতের ওই সিদ্ধান্ত নিয়ে সমালোচনার আগুনে পানি ঢেলে দিয়েছে রীতিমতো।