আশায় আছেন অধিনায়ক মাশরাফি



স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
মাশরাফি বিন মর্তুজা। ছবি: সংগৃহীত

মাশরাফি বিন মর্তুজা। ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের দল গোছানোর আগে শেষ ওয়ানডেতে নামছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারির ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ম্যাচে নামার আগে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খুব একটা স্বস্তিতে নেই। টানা দুই ম্যাচে হেরে সিরিজে হেরেছে বাংলাদেশ। শেষ ওয়ানডে থেকে যদি ইতিবাচক কিছু পাওয়া যায়- অনেক আশা নিয়ে সেই অপেক্ষায় এখন অধিনায়ক মাশরাফি।

নিউজিল্যান্ড যে কোন দলের জন্যই কঠিন সফরের একটি। বাংলাদেশের জন্য সেটা আরো বেশি কঠিন। এখনো দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবারের সফরে বাংলাদেশ অধিনায়কের পরিকল্পনা ছিলো ব্যর্থতার সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসা এবং বিশ্বকাপের দল ঘোষণার আগে পুরো দলকে একটু ‘ফাইন টিউন’ করে নেয়া।

কিন্তু প্রথম দুই ম্যাচের ব্যাটিং-বোলিংয়ের পারফরমেন্সের যে হাল তাতে টিউনিং আর হলো কই? টিউনের তারই যে ছিঁড়ে গেছে!

ডানেডিনে সিরিজের শেষ ওয়ানডেতে নামার আগে সেই প্রসঙ্গে বাংলাদেশ অধিনাক বলছিলেন-‘বিশ্বকাপের দল বাছাই করার আগে এটাই আমাদের শেষ ওয়ানডে। বিশ্বকাপের মাঠে নামার আগে আমরা আয়ারল্যান্ডেও একটা সিরিজ খেলবো। আমাদের এই দল বেশ অভিজ্ঞ। তবে হ্যাঁ, মানতেই হচ্ছে বিশ্বকাপের আগেভাগে আমরা এখানে এই নিউজিল্যান্ড সফরে যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে সবকিছু ঘটেনি। দেখা যাক, শেষ ওয়ানডের অপেক্ষায় আছি আমরা।’

-সিরিজের প্রথম দুই ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি বাংলাদেশ। ঠিক কোথায় এবং কিসের ভুলে এই ব্যর্থতা? উত্তরটা দিতে বেশি সময় নিলেন না মাশরাফি- ‘নেপিয়ারের উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভাল ছিলো। তবে আমরা ঠিক মতো খাপ খাইয়ে নিতে পারিনি। তবে ২-০ তো সিরিজ হারলে এগুলোকে অজুহাতের মতো শোনায়। আমরা তেমন কেমন অজুহাত খুঁজছি না। এখন আমরা শেষ ম্যাচ নিয়ে ভাবছি। এই ম্যাচ থেকে আমরা যাতে ভালকিছু নিয়ে ফিরতে পারি, সেই অপেক্ষায় আছি।’

মাশরাফির আশা পুরুনের বড় দায়ভার কিন্তু দলের ব্যাটসম্যানদের ঘাড়ে। প্রথম দুই ম্যাচে দলের টপঅর্ডার ভয়াবহ ভাবে ব্যর্থ হওয়ায় ম্যাচে আর দাড়াতেই পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের সেই দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে অধিনায়ক বলছিলেন-‘ আশায় আছি টপঅর্ডার ব্যাটসম্যানরা রান পাবে। মিডলঅর্ডার সেই রানকে আরো অনেক বড় করতে পারবে। শেষ পর্যন্ত আমরা একটা বড় ইনিংস যেন দাড় করাতে পারি। ডানেডিনের এই উইকেট দেখে যা বুঝেছি, এটাও ব্যাটিংয়ের জন্য খুবই ভাল উইকেট। আমরা এখানে আগে টেস্ট ম্যাচ খেলেছি। সেই ম্যাচে ভাল ব্যাটিং করেছিলাম আমরা। এই উইকেটে রান মিলে। একটি ওয়ানডেতে ইংল্যান্ডের ৩৪০ রান নিউজিল্যান্ড এই মাঠে ৪০ ওভারের মধ্যেই টপকে গিয়েছিলো! আশা করছি এবারো এখানে রান মিলবে। আমরা সেই চিন্তা নিয়েই এই ম্যাচের পরিকল্পনা তৈরি করছি।’

আর নিউজিল্যান্ডও একটা পরিকল্পনা তৈরি করছে-সিরিজটা ৩-০ করার!

   

ধোনিদের বিদায় করে প্লে-অফে কোহলির বেঙ্গালুরু



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

‘এভাবেও ফিরে আসা যায়!’। লাইনটি যেন আইপিএলের এবারের আসরের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্যই বানানো। আসরের শুরুর আট ম্যাচে কেবল একটিতে জয়। শঙ্কা জেগেছিল সবার আগে আসর থেকে বিদায়ের। প্লে-অফের সমীকরণ তখন খাতা-কলমের হিসেবেই ছিল। সেখান থেকে শেষ চারের টিকিট কাটতে হলে জিততে হতো বাকি সব। এবং সেটিই করে দেখাল কোহলি-ডু প্লেসিরা। টানা ছয় ম্যাচ জিতে প্লে-অফের শেষ টিকিটটি নিশ্চিত করলো তারা। 

গতকালের ম্যাচটিতে চেন্নাই সুপার কিংসের সামনে বেঙ্গালুরু লক্ষ্যটা দাঁড় করায় ২১৯ রানের। তবে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করতে ২০ ওভারে চেন্নাইকে করতে হতো ২০১ রান। সেই লক্ষ্যে শেষ ওভারের আগের আসরের চ্যাম্পিয়নদের দরকার ছিল ১৭ রান। স্ট্রাইকে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। যশ দয়ালের প্রথম বলেই হাঁকালেন ছক্কা। মুহূর্তেই স্তব্ধ চিন্নাস্বামী স্টেডিয়াম। ম্যাচে মোড় ঘুরে গেল চেন্নাইয়ের দিকে। তবে পরের বলে আরও এক ছক্কা মারতে গিয়ে আউট হন ধোনি। পরে জাদেজা-শার্দুলরা ৪ বলে ১১ রানের সেই সমীকরণ মেলাতে পারলেন না। শেষ ৪ বলে দয়াল দিলেন স্রেফ ১ রান। এতে চেন্নাইয়ের সংগ্রহ থামে ১৯১ রানে। ২৭ রানে ম্যাচ জিতে নেট রান রেটের অঙ্ক মিলিয়ে শেষ চারে উঠে যায় বেঙ্গালুরু। 

ইনিংসের শুরুটা ধাক্কা দিয়েই হয়েছিল চেন্নাইয়ের। প্রথম বলেই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে ফেরান ম্যাক্সওয়েল। ক্যাচ নেন সেই দয়াল। জয়ের শুরুটাও যেন এই বাঁহাতি পেসারকে দিয়েই। পরে দলীয় ১৯ রানের মাথায় চেন্নাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ড্যারিল মিচেলের উইকেট এবার তোলেন দয়াল। শেষের আগেও তাই শুরুটাও যেন ছিল দয়ালময়। পরে রাচিন রবীন্দ্রর দলীয় সর্বোচ্চ ৬১, আজিঙ্কা রাহানের ৩৩, জাদেজার অপরাজিত ৪২ এবং ১৩ বলে ধোনির ২৫ রানের ইনিংসের প্রচেষ্টাতেও প্লে-অফের সমীকরণের ১০ রান আগে এসে থামল চেন্নাই। এতে আগের আসরের চ্যাম্পিয়নরা এবার বিদায় নিল গ্রুপপর্ব থেকেই। 

এর আগে ব্যাটে নেমে টপ-অর্ডারদের দলীয় পারফর্মে বড় সংগ্রহ পায় বেঙ্গালুরু। কোহলি ৪৭, ডু প্লেসি ৫৪, পাতিদার ৪১ এবং গ্রিন করেন ৩৮ রান। শেষে এসে ৫ বলে ম্যাক্সওয়েলের ১৬ এবং ৬ বলে কার্তিকের ১৪ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২১৮ রানের সংগ্রহের পোঁছায় স্বাগতিকরা।  

শুরুর সেই ক্যাচ ছাড়াও দয়াল নেন স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট। আগের আসরে তিনি খেলেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে। সেবার কলকাতার রিঙ্কু সিংয়ের কাছে টানা পাঁচ ছক্কা খেয়ে ম্যাচ হারিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন এই বাঁহাতি পেসার। তবে এবার তার ওপর ভরসা রাখে বেঙ্গালুরু। এবং তার সবচেয়ে বড় প্রতিদান তিনি যেন দিলেন আসরের গ্রুপপর্বে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে।

;

প্রিমিয়ার লিগে শিরোপা নির্ধারণী ম্যাচ আজ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারিত হবে আজ। যেখানে ভিন্ন ভিন্ন ম্যাচে লড়বে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। এ দুটি দলই আছে শিরোপার রেসে। এছাড়াও আইপিএলের লিগ পর্বের শেষ দিনও আজ।

আইপিএল
হায়দরাবাদ-পাঞ্জাব
বিকেল ৪টা, টি স্পোর্টস ও গাজী টিভি

রাজস্থান-কলকাতা
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যান সিটি-ওয়েস্ট হাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২, র‍্যাবিটহোল
আর্সেনাল-এভারটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১, র‍্যাবিটহোল

লা লিগা
বার্সেলোনা-ভায়েকানো
রাত ১১টা, র‍্যাবিটহোল

ভিয়ারিয়াল-রিয়াল মাদ্রিদ
রাত ১১টা, র‍্যাবিটহোল

ফ্রেঞ্চ লিগ আঁ
মেস-পিএসজি
রাত ১টা, র‍্যাবিটহোল

;

মৌসুম সেরার পুরস্কার জিতলেন ফোডেন-পালমার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার উঠেছে চেলসির কোল পালমারের হাতে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফোডেন। এখন পর্যন্ত ১৭ গোল করার পাশাপাশি ৮ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। চোটে আর অফ ফর্মে যখন সিটির অন্য ফুটবলার ভুগেছেন, তখন বহুবার দলের ত্রাতা হিসেবে হাজির হয়েছেন তিনি।

মৌসুমসেরা খেলোয়াড়ের খেতাব জিততে ফোডেন পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ আর্লিং হালান্ড, আলেক্সান্দার আইসাক, মার্টিন ওডেগার্ড, কোল পালমার, ডেকলান রাইস, ভার্জিল ফন ডাইক ও ওলি ওয়াটকিন্সকে।

অন্যদিকে সেরা উদীয়মানের খেতাব জেতা কোল পালমার গোল এবং অ্যাসিস্টের দিক দিয়ে ফোডেনের চেয়েও এগিয়ে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ২২ গোল করেছেন, করিয়েছেন আরো ১০ গোল। কিন্তু ফোডেনের দল সিটি যেখানে টানা চতুর্থবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে, সেখানে পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে পালমারের দল চেলসি। অনেকটা সে কারণেই হয়ত মৌসুমসেরার পুরস্কার হাত ফসকে গেছে তার, সন্তুষ্ট থাকতে হচ্ছে সেরা উদীয়মানের খেতাব নিয়ে।

;

মেসির মতো যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিবও!



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লিওনেল মেসিকে নিয়ে সাকিব আল হাসানের পাগলামি একটু বেশিই। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে- একবার কোনো এক সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয়েছিলো, যদি চাঁদে চান তাহলে কাকে সঙ্গে নিতে চাইবেন? উত্তরে স্ত্রী শিশিরের নাম নেয়া যাবে না, সে শর্ত জুড়ে দেয়া ছিল। সাকিব উত্তর করেছিলেন, লিওনেল মেসি। 

সাকিবের মেসিপ্রীতি নতুন কিছু নয়। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর সাকিবকে ঢাকার রাস্তায় আনন্দে মেতে উঠতেও দেখা গিয়েছিলো। মেসির আর্জেন্টিনার কিংবা বার্সার জার্সি গায়ে দেওয়া ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে অহরহ। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ফুটবলে সবচাইতে পটু হিসেবে খ্যাতি রয়েছে তার।

এবার মেসির পথেই হাঁটছেন সাকিব। না, মেসির মতো ফুটবলার বনে যাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তবে দুজনের গন্তব্য কিছু সময়ের জন্য এক হয়ে যাচ্ছে। একজন আমেরিকায় পাড়ি জমিয়েছেন, আরেকজন আমেরিকায় আছেন বিশ্বকাপ উপলক্ষ্যে। তবে যে জায়গায় মিল সেটা ক্লাব।

দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সে খেলা সাকিব আল হাসান এবার খেলবেন, আমেরিকার মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় মৌসুমের জন্য শাহরুখ খানের দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব।

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে হয়ে প্রথমবার আইপিএল খেলেন সাকিব। ২০১২ এবং ২০১৪ তে ভূমিকা রেখেছিলেন আইপিএল জয়ে। ২০১৭ পর্যন্ত ছিলেন কেকেআরে। ২০২১-এও দলকে নিয়েছিলেন ফাইনালে। সবশেষ ২০২৩ সালেও তাকে কিনেছিলো কেকেআর। যদিও পরে নাম প্রত্যাহার করেন৷

;