কোনোভাবেই কোচকে বয়কট করার সিদ্ধান্ত থেকে টলাতে যাচ্ছে না সাবিনাদের। তখনই মেয়েদের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। বিদ্রোহী মেয়েদের হাতে সময় বেশি নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
জাতীয় নারী ফুটবল দল বেশ কিছুদিন ধরে খবরের শিরোনাম হচ্ছে বারবার। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে আর আর অনুশীলন করবেন না। অনুশীলন বয়কটের ডাকও দিয়েছিলেন সাফজয়ী নারী ফুটবল দলের সাবিনা খাতুনসহ অনেকে। মেয়েদের বয়কটের ঘোষণার পর বিশেষ কমিটিও করেছিল বাফুফে। সেখানে বেশ কয়েক দফায় মেয়েদের নিয়ে বৈঠকও করেছে বাফুফে। তাতেও কোনো সমাধান হয়নি।
সদ্য দায়িত্ব নেওয়া বাফুফে প্রধান তাবিথ আউয়াল লন্ডন থেকে ফিরে তড়িঘড়ি করে আলোচনায় বসেন সাবিনাদের সঙ্গে। তাতেও শেষপর্যন্ত কোনো সমাধান না পেয়েই শেষ হয় মিটিং। অবশ্য বাফুফে প্রধান তাবিথ আউয়াল বলেছিলেন,‘ আমাদের সামনে দীর্ঘ পথ রয়েছে, ইনশাল্লাহ, আমরা সমস্যার সমাধান করব এবং সবাই একসাথে এগিয়ে যাব।;
বাফুফের সর্বোচ্চ পর্যায় থেকেও আলোচনায় বসার পর কোনো সমাধান না আশায় মেয়েদের নিয়ে কঠিন হচ্ছে বাফুফে। ইমরুল বলেন,‘ আমাদের সভাপতি কিন্তু বলেছেন, যারা অনুশীলনে আসবেন তাদের জন্য দরজা উন্মুক্ত আছে। তারা অনুশীলনে যোগ দিলে কিন্তু চুক্তি নবায়ন করা হবে। এখানে আর কোনো অস্পষ্টতা আছে বলে আমি মনে করি না। এখানে সিনিয়র-জুনিয়র বলতে কিছু নেই, আমরা চাই ১৮ জনই ফিরে আসুক। কারণ, তারা কিন্তু আমাদের দেশকে অনেক সম্মান এনে দিয়েছে। আমরা তাদেরকে অসময়ে হারাতে চাই না। তারপরও একটা কথা বলতে হয়, ডিসিপ্লিন সবকিছুর ঊর্ধ্বে।’
এ সময় তিনি আরো বলেন,‘ বর্তমানকে কিছুটা ছাড় দিয়ে হলেও ভালোর ভবিষ্যতের প্রত্যাশায় আছি আমরা। মেয়েদের সম্মান দেখিয়ে তাদের জন্য অপেক্ষা করছি। কিন্তু এই অপেক্ষা কিন্তু অনন্তকাল হবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে।’