শিরোপা লড়াইয়ে বাংলাদেশ-লাওস



সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
ফাইনালের আগে একফ্রেমে বাংলাদেশ-লাওসের কোচ ও অধিনায়ক- ছবি: বাফুফে

ফাইনালের আগে একফ্রেমে বাংলাদেশ-লাওসের কোচ ও অধিনায়ক- ছবি: বাফুফে

  • Font increase
  • Font Decrease

সুপার সাইক্লোন ফণী আতঙ্কে যখন বাংলাদেশ তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরেক ঝড়ের আভাস!

সন্ধ্যায় বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী গোল্ডকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ফেভারিট বাংলাদেশ ও লাওস। শিরোপা লড়াইয়ে প্রস্তুত দুই দেশ!

ছয় জাতির এই টুর্নামেন্টে সেরা দুই দলই উঠে এসেছে ফাইনালে। যারা এখন অব্দি অজেয়। দুই দেশের ফুটবলাররাই অনায়াসে উঠে এসেছে ফাইনালের মঞ্চে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় সাইক্লোনের শঙ্কার মধ্যেই মাঠে স্বাগতিক বাংলাদেশ ও লাওস।

ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যাবে আরটিভি, নাগরিক ও বিটিভিতে। মাঠে বসে খেলা দেখতে চাইলে ভিআইপি টিকিট ২০০ আর গ্যালারির জন্য খরচ করতে হবে ৫০ টাকা। তবে স্কুলের ছাত্র-ছাত্রীরা আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবেন গ্যালারিতে।

ঘরের মাঠের এই আন্তর্জাতিক টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেললেও গত তিন ম্যাচেই গোল মিসের মহড়া দিয়েছে বাংলাদেশ। ৭ গোলের বিপরীতে অবশ্য ১ গোল হজম করেছে স্বাগতিকদ দল। আর গত তিন ম্যাচে লাওস দিয়েছে ১৮ গোল। তাদের পোস্টে গেছে একটি।

তবে আজ এমন সমীকরণ দিয়ে বিচার করলে চলবে না। ফাইনাল মানেই আরেকটি নতুন ম্যাচ।  গোলাম রব্বানী ছোটনের দল গত কয়েক বছর ধরেই খেলছে দুর্দান্ত ফুটবল। দেশের মাঠে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের শিরোপা জিতে দল উৎসব করতে প্রস্তুত।

অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী জানিয়ে রাখলেন ট্রফিতেই চোখ বাংলাদেশের। বলেন, ‘নিজেদের মাঠে আমরা আগেও বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলেছি। কোনো চাপ নেই। শিরোপা দেশে রাখতেই লড়ে যাবো।’

তবে এটাও ঠিক দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস দুর্দান্ত এক দল। শুক্রবার ফাইনালে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের রক্ষণভাগের ফুটবলারদের। শিউলি আজিম-আঁখি খাতুন-শামসুন্নাহার-নার্গিস খাতুনরাও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

দুঃখজনক হলেও সত্য এই ম্যাচেও খেলা অনিশ্চিত ইনফর্ম সিরাত জাহান স্বপ্নার। তবে কৃষ্ণা রানী সরকার চোট কাটিয়ে মাঠে ফিরেছেন। কোচ ছোটন আগের দিন জানাচ্ছিলেন, ‘স্বপ্না এখনো ফিটনেস ফিরে পায়নি। ও ফাইনালে খেলবে না। কৃষ্ণা প্রস্তুত। মনিকা ও মারিয়া ফাইনালে যদি একসঙ্গে জ্বলে ওঠে, তাহলে দল জয় আমাদের হবেই। শিরোপা জিতে বঙ্গমাতা ফুটবলের প্রথম আসরটিকে স্মরণীয় করে রাখতে চাই আমরা।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে এবারই প্রথম কোন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে বাফুফে। শুক্রবার ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামবে এই টুর্নামেন্টের।

আরো পড়ুন-

উৎসবের অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা

 

   

বাংলাদেশের ম্যাচ ছাড়াও টিভিতে যা থাকছে আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। এছাড়াও টিভিতে যা যা থাকছে। 

২য় টি-টোয়েন্টি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

রাত ৯টা, নাগরিক টিভি

মেয়েদের ১ম ওয়ানডে

ইংল্যান্ড-পাকিস্তান

সন্ধ্যা ৬টা, সনি স্পোর্টস টেন ৫

সৌদি প্রো লিগ 

আল হিলাল-আল তাই

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ৩

আল রিয়াদ-আল নাসর

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২

আল ইত্তিহাদ-দামাক

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ১

;

এলপিএলে মুস্তাফিজের দলের চুক্তি বাতিল, মালিক গ্রেপ্তার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডার্স কিনে নিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিম রহমান। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই শ্রীলঙ্কায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। এছাড়া তার দল ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে এলপিএল কর্তৃপক্ষ।

ডাম্বুলা থান্ডার্সে খেলার কথা ছিল বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল তারা। দলটির সঙ্গে এলপিএল চুক্তি বাতিল করায় এখন তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, আজ (বুধবার) কলম্বোতে ফ্লাইটে চড়ার আগে তাকে গ্রেপ্তার করে কলম্বো পুলিশ। তার বিরুদ্ধে এলপিএলে দুর্নীতি বা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এবারের আসরে মুস্তাফিজ ছাড়াও ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদের মতো বিদেশী ক্রিকেটারদের দলে ভিড়িয়েছিল ডাম্বুলা। লঙ্কান ক্রিকেটারদের মধ্যে  ছিলেন দিলশান মাদুশঙ্কা, নুওয়ান থুশারা, আকিলা দানঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, নুয়ান প্রদীপরা।

তামিম রহমানকে গ্রেপ্তার এবং ডাম্বুলার সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে দেয়া এক বিবৃতিতে শ্রীলঙ্কান ক্রিকেট জানিয়েছে, ‘যদিও মিঃ রহমানের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট বিষয়গুলি অস্পষ্ট, তবে লঙ্কা প্রিমিয়ার লিগের সততা এবং মসৃণ কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সিদ্ধান্তের লক্ষ্য হল এলপিএলের মূল্যবোধ এবং খ্যাতি বজায় রাখা, নিশ্চিত করা যে সমস্ত অংশগ্রহণকারীরা আচার-আচরণ এবং ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মান মেনে চলবেন। এলপিএল ব্যবস্থাপনা কমিটি এই পরিণতি মোকাবেলা করার জন্য এবং আসন্ন মরসুমে ন্যূনতম ব্যাঘাত নিশ্চিত করার জন্য নিষ্ঠার সাথে কাজ করছে।’

;

অনূর্ধ্ব-১২ এশিয়ান টেনিসে ভারতের কাছে হার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নেপালে এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতা ২০২৪ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় স্বাগতিক নেপালসহ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভূটান, পাকিস্তান ও বাংলাদেশের অনূর্ধ্ব-১২ বছরের বালক ও বালিকা খেলোয়াড় ও ক্যাপ্টেন অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার তৃতীয় দিনে বাংলাদেশের বালক ও বালিকা উভয় দল শক্তিশালী ভারত দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে দুটি দলই ০-৩ ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায়।

বালক এককের প্রথম ম্যাচে বাংলাদেশের মোহাম্মদ হায়দার ০-৬, ০-৬ গেমে ভারতের মনোহর পুনিথ এর নিকট এবং মো: জোবায়ের ইসলাম ০-৬, ০-৬ গেমে ভারতের ছাল্লানি আরভ অক্ষয়কুমার এর নিকট পরাজিত হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশের মোহাম্মদ হায়দার ও মো: জোবায়ের জুটি ০-৬, ১-৬ গেমে ভারতের জর্জ যুভান ও মনোহর পুনিথ জুটির নিকট পরাজিত হলে বাংলাদেশ বালক দল ০-৩ ম্যাচে ভারতের নিকট পরাজিত হয়।

বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সারা আল জসিম ০-৬, ১-৬ গেমে ভারতের সৃষ্টি কিরন এর নিকট এবং দ্বিতীয় এককে বাংলাদেশের জান্নাত হাওলাদার  ০-৬, ০-৬ গেমে কাদিয়ান খুশির নিকট পরাজিত হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশ মাসতুরা আফরিন ও সারা আল জসিম জুটি ০-৬, ১-৬ গেমে সৃষ্টি  কিরন ও গালত সেরেনার নিকট পরাজিত হয়। ফলে বাংলাদেশ বালিকা দল ০-৩ ম্যাচে ভারতের নিকট পরাজিত হয়।

আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশ বালক দল পাকিস্তানের বিরুদ্ধে এবং বাংলাদেশ বালিকা দল শ্রীলংকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ বালক দল গ্রুপ-‘এ’ তে দ্বিতীয় স্থান অধিকার করে, ফলে গ্রুপ-‘বি’ এর চ্যাম্পিয়ন দল পাকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। অপরদিকে বালিকা দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে ৩টি ম্যাচ খেলে ২টিতে (মালদ্বীপ ও নেপাল) জয় লাভ করে এবং ১টিতে (ভারত) পরাজিত হয়।

;

যে কারণে বিশ্বকাপের বিমানে চড়া হচ্ছে না লামিচানের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণ মামলায় ৮ বছরের সাজা হয়েছিল নেপালি ক্রিকেটার সন্দীপ লামিচানের। তবে গত বুধবার (১৫ মে) নেপালের সে অভিযোগ থেকে তাকে মুক্তি দেয়। খালাস পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিমানে চড়ার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র তাকে ভিসা দিতে সম্মত হয়নি।

ভিসা না পাওয়ার বিষয়টি নিজেই এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছেন লামিচানে, ‘নেপালে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস আবারও সেটাই করল যা তারা ২০১৯ সালে করেছিল। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারা আমাকে ভিসা দেয়নি। দুর্ভাগ্যজনক।’

গত ১ মে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে নেপাল। ধর্ষণের মামলায় শাস্তিভোগ করতে থাকা লামিচানেকে সে দলে রাখার কোনো সুযোগ ছিল না। কারণ নেপাল ক্রিকেট তখন তাকে বহিষ্কার করেছিল।

তবে খালাস পাওয়ার পর বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন দেশটির বোর্ড প্রধান চতুর বাহাদুর চাঁদ, ‘আইনের মাধ্যমে সে মুক্তি পেয়েছে এবং আমরা তার জন্য খুশি। আমরাও তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তাকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করার জন্য ২৫ মে পর্যন্ত সময় রয়েছে।’

কিন্তু যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় এখন আর তাকে দলে রাখতে পারছে না নেপাল ক্রিকেট।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের সঙ্গী নেপাল।

;