প্রস্তুতিতে এখন পাকিস্তানকে শিকারের অপেক্ষায় বাংলাদেশ



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
বিশ্বকাপে প্রস্তুতিতে শেষ দুই ম্যাচেও জয় চায় মাশরাফির বাংলাদেশ

বিশ্বকাপে প্রস্তুতিতে শেষ দুই ম্যাচেও জয় চায় মাশরাফির বাংলাদেশ

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতিটা যা হয়েছে তা এককথায় চমৎকার! আয়ারল্যান্ডের মাটিতে তিনজাতি ওয়ানডে সিরিজের ট্রফি জয়। পরীক্ষার খাতায় নম্বর হিসেবে ধরলে, একেবারে ‘এ প্লাস!’

প্রস্তুতির ঠিক একই পরীক্ষায় পাকিস্তানের যে ফলাফল চরম বাজে। ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে গোহারা হেরেছে তারা। ক্রিকেটীয় নিক্তিতে এই বিশ্লেষণের মান ‘বি মাইনাস!’

বাংলাদেশ প্রস্তুতির সাফল্যে স্বস্তিতে। আর পাকিস্তান প্রস্তুতির কোথায় কি ভুল হচ্ছে সেই হিসেব মেলাতে গালে হাত দুঃশ্চিন্তায়! ঠিক এমন পরিস্থিতিতে এই দুই দল মুখোমুখি হচ্ছে আগামী ২৬ মে। কার্ডিফের সোফিয়া গার্ডেনের সেই স্টেডিয়ামের এই ম্যাচের নামও প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের একেবারে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ।

সেই ম্যাচের জন্য নিজেদের জোরদার তৈরি করছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে তিনজাতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি জেতার পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দিন কয়েকের ছুটি কাটাতে দেশে ফিরেছেন। আগামী ২৩ মে'র মধ্যে ইংল্যান্ডে থাকার কথা মাশরাফির।। ওপেনার তামিম ইকবাল খানও কয়েকদিনের সময়টা দুবাইয়ে পরিবারের সঙ্গে ছুটিতে কাটাচ্ছেন। বিশ্বকাপ দলের বাকি ১৩ জন সদস্য এখন ইংল্যান্ডের লেস্টারে। সেখানকার গ্রেস রোডে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/20/1558351788492.jpg

বিশ্বকাপের মাঠে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে নামার আগে বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৬ মে’র প্রস্তুতি ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে। দুদিন পরে ২৮ মে’র শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। দুটি ম্যাচই হবে কার্ডিফে। ইংল্যান্ডের যে শহরের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটে অনেক সুখস্মৃতি জড়িয়ে আছে।

তবে বিশ্বকাপ প্রসঙ্গ এলে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সবচেয়ে অবিস্মরণীয় স্মৃতি তো পাকিস্তানকে হারানোর ম্যাচ! ১৯৯৯ সালের বিশ্বকাপের আসরে ৩১ মার্চ নর্দাম্পটনশায়ারে মাঠে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে বাংলাদেশ পুরো বিশ্বকে চমকে দেয়। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরে সেটাই ছিলো বাংলাদেশের প্রথম কোনো জয়। যে কায়দায় সেদিন  ফেভারিট পাকিস্তানকে হারিয়েছিলো বাংলাদেশ তাতেই রচিত হয় নতুন ইতিহাস।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/20/1558351808430.jpg

২৬ মে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আগে নিশ্চয়ই ১৯৯৯ সালের বিশ্বকাপের জয়ী সেই ম্যাচের ভিডিও ক্লিপস দেখে নেবেন মুশফিক রহিমরা। ইনজামাম উল হক ও সেলিম মালিককে এলবিডব্লু আউটের পর বোলার খালেদ মাহমুদের সেই মুষ্ঠিবদ্ধ হাত। ডিপ কাভার থেকে মেহরাব হোসেন অপির উড়ে আসা থ্রো ধরে উইকেটকিপার খালেদ মাসুদ পাইলটের ক্ষিপ্র ভঙ্গিতে সাকলাইন মুশতাককে করা সেই রানআউট। রিপ্লে দেখে আম্পায়ার সেই রানআউটে আঙ্গুল তোলার পর পুরো স্টেডিয়াম জুড়ে তখন বাংলাদেশ আর বাংলাদেশ।

বিশ্বকাপের মাঠে পাকিস্তানকে হারানোর সেই জয়ই আমাদের ক্রিকেটের বদলে যাওয়ার কাহিনীর শুরু। অবাক করার বিষয় হলো বিশ্বকাপের মাঠে এখন পর্যন্ত সেটাই বাংলাদেশ বনাম পাকিস্তানের একমাত্র ম্যাচ! পরের চার বিশ্বকাপে ভিন্ন গ্রুপে থাকায় কোনো সময় আর বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়নি। সেই হিসেব বদলে যাচ্ছে এবার। নতুন ফরম্যাটের এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারি সব প্রতিপক্ষের বিপক্ষে খেলবে একে অন্যেরা। বিশ্বকাপের আসল লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি একটু দেরিতে, গ্রুপের একেবারে শেষ ম্যাচ সেটা। লর্ডসে সেই ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে ৫ জুলাই।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/20/1558351822386.jpg

তবে তার আগে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে উভয় দল নামছে ২৬ মে। বাংলাদেশের বিপক্ষে সার্বিক পরিসংখ্যানে মুখোমুখি লড়াইয়ে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান অনেক এগিয়ে। তবে সাম্প্রতিক পারফরমেন্সের হিসেব যদি কষতে হয় তাহলে সেখানে প্রতিপক্ষ যখন পাকিস্তান তখন বাংলাদেশ ভীষণ দাপুটে দল। পেছনের চার ম্যাচের চারটিই বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকে। আর সর্বশেষ ওয়ানডে সিরিজে তো পাকিস্তানকে একেবারে ধবলধোলাই করেছিলো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ জিতেছিলো ৩-০ তে।

এবারের বিশ্বকাপেও হিসেবটা হোক ২-০। ২৬ মে’র প্রস্তুতি ম্যাচ দিয়েই শুরু হোক এই সমীকরণ!

 

 

   

ক্রলি ও স্মিথের খেলা পছন্দ করেন রোহিত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা, ভারত জাতীয় দলের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার। নিজের ব্যাটিং নৈপুণ্যে একাধিক রেকর্ড করে প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে নিজেকেই। বিশ্বের অনেক ক্রিকেটারেরই অনুপ্রেরণার এবং পছন্দের খেলোয়াড় রোহিত। কিন্তু রোহিতে পছন্দের ক্রিকেটার কে বা কারা?

এ বিষয়ে এবার জানিয়েছেন রোহিত শর্মা নিজেই। তরুণ ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যাটার স্টিভ স্মিথ হচ্ছে তার পছন্দের ক্রিকেটার। সম্প্রতি দুবাই আই নামক এক রেডিও অনুষ্ঠানে নিজেই বিষয়টি জানিয়েছেন ভারতের অধিনায়ক।

সেই অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘আমি জ্যাককে খুব কাছে থেকে দেখেছি এবং তাকে খেলতে দেখা অত্যন্ত আনন্দের। স্টিভ স্মিথের ব্যাটিংও আমার খুব প্রিয়, তবে সে সবার থেকে আলাদা। তার বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আছে। তার নিজস্ব খেলার ধরণ আছে যার মাধ্যমেই সে আজ সফলদের একজন।‘

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই অজি ব্যাটার স্মিথের নাম। ফর্ম এবং পারফরম্যান্সের ধার আগের মতো হয়ত নেই এজন্যেই বাদ পড়েছেন স্কোয়াড থেকে। তবে সময়ের অন্যত্ম সেরা ব্যাটার হিসেবেই ধরা হয় তাকে।

;

আগামী মৌসুমের আইপিএলেও খেলবেন ধোনি?



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গত মৌসুম আইপিএল থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সেবার তার দল শিরোপা জিতে নেওয়ায় নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। ফলস্বরূপ আইপিএলের চলতি আসরেও খেলছেন তিনি।

চলতি আইপিএলেই শেষ হচ্ছে ধোনির ক্রিকেট অধ্যায়, এমনটাই ধরে নিয়েছেন তার সমর্থকরা। তবে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসির কথায় প্রকাশ পেল ভিন্ন কিছু। ৪২ বছরের ধোনিকে আরও কয়েক বছর মাঠের ক্রিকেটে দেখছেন তিনি।

এবারের আইপিএলে সময়টা বেশ ভালোই কাটছে ধোনির। এখন পর্যন্ত ১০ ইনিংস ব্যাট করতে নেমে ২২৬.৬৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন ১৩৬। তবে ধোনি ভক্তদের আবদারটা ছিল তাকে আরও আগে ব্যাটিংয়ে নামানো। কেননা, সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি।

তবে ভক্তদের এমন দাবী রাখা সম্ভব না। কারণটাও জানিয়েছেন হাসি, ‘আমি জানি ভক্তরা সম্ভবত তাকে আরও ওপরে ব্যাটিং করতে দেখতে চায়। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের কারণেই আমাদের তাকে কিছুটা পরে নামাতে হচ্ছে। তবে এটা সত্যি এমএস-এর থেকে এতটা ক্লিন হিট করতে পারার মত আমাদের কেউ ছিল না।’

ধোনি কি আগামী মৌসুমেও খেলবে কিনা এমন প্রশ্নে হাসি বলেন, ‘আমরা আশা করছি সে চালিয়ে যাবে। কারণ, সে এখনও খুব ভাল ব্যাটিং করছে। সে ভাল প্রস্তুতি নেয় - সে খুব তাড়াতাড়ি ক্যাম্পে আসে এবং প্রচুর বল হিট করে। সে সত্যিই পুরো মৌসুমে ভাল ছন্দে ছিল। তবে গত মৌসুমের পর তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাই এই টুর্নামেন্টের শুরু থেকেই তাকে সেটা মাথায় রেখে খেলতে হচ্ছে।’

ধোনির অবসর প্রসঙ্গে কোচ আরও বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি আশা করি ধোনি আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন। তবে দিনশেষে এটা তার সিদ্ধান্ত, আমরা কেবল এটার জন্য অপেক্ষা করতে পারি। তবে আমি শীঘ্রই তার কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করব না।‘

;

ভিএআর বাতিল বিষয়ে ভোট দিবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফুটবল খেলার শুরু থেকেই এটি পরিচালনার জন্য একজন রেফারি থাকার নিয়ম করা হয়। বিশেষ মুহুর্তে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটি মাঠে থাকা রেফারিই করে থাকেন। এছাড়া মাঠের দুই পাশে দুইজন লাইন্সম্যান থাকেন যারা রেফারিকে সহযোগিতা করেন। সময়ের সঙ্গে এই খেলায় যোগ হলো ভিন্নধর্মী নিয়ম। প্রযুক্তির ছোঁয়ায় যোগ হলো ভিএআর (ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি)।

২০১৬ সালে সর্বপ্রথম মূল কোনো ম্যাচে এই নতুন প্রযুক্তির প্রয়োগ শুরু হয়। মানুষ মাত্রই ভুল, মাঠে সিদ্ধান্ত দেওয়ার সময় রেফারিরাও ভুল করেন। বড় রকমের ভুল সিদ্ধান্ত রেফারি দিয়েছেন যার ফলে খেলার মোর ঘুরে গেছে এরকম নজিরও অনেক আছে। এই ভুলগুলো যাতে আর না হয় এজন্যেই এই ভিএআরের প্রয়োগ শুরু হয়।

তবে সমস্যা সমাধানের জন্য আনা ভিএআরই যেন সাম্প্রতিক সময়ে সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রযুক্তির ভুল প্রয়োগ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা এবং প্রতিবাদ শুরু হয়েছে। জন্ম নিয়েছে নানা বিতর্কেরও।

বিষয়টি নিরপেক্ষভাবে সমাধান করতে এবার ভিএআরের থাকা কিংবা না থাকা বিষয়ে ভোটের ব্যবস্থা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আগামী মৌসুমের আগেই ভোটাভুটি করে এই বিষয়টির সুরাহা করতে চায় তারা।

প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ২০২৪-২৫ মৌসুম থেকে ভিএআর বাতিল চেয়ে সম্প্রতি লিগ কর্তৃপক্ষের কাছে একটি সমাধান তুলে ধরেছে। আগামী ৬ জুন লিগের ২০টি ক্লাব ভিএআর এর পক্ষে-বিপক্ষে ভোট দেবে। কারণ চলতি মৌসুমে ভিএআরের বেশ কিছু সিদ্ধান্ত উলভারহ্যাম্পটনের বিপক্ষে গেছে। ক্লাবটি দাবি করে বলেছে যে, ভিএআর প্রিমিয়ার লিগের ঐতিহ্যকে অবমূল্যায়ন করছে।

ভিএআর প্রযুক্তি বাতিল করতে চাইলে এর পক্ষে সর্বনিম্ন দুই-তৃতীয়াংশ ভোট দরকার। অর্থাৎ, প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের ১৪টি ক্লাবকে ভিএআরের বিপক্ষে ভোট দিতে হবে। তাহলেই আগামী মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর দেখা যাবে না এই প্রযুক্তির প্রয়োগ।

;

কেন খেলেননি মেসি, কারণ জানালেন কোচ মার্টিনো



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লিওনেল মেসি যেদিন ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন, সেদিনই যেন প্রতিপক্ষকে কাবু করে ফেলে তারা। মেসি মাঠে নামার পর সবশেষ টানা পাঁচ ম্যাচেই জয় তুলে নিয়েছিল মায়ামি, মেসিও ছিলেন দুর্দান্ত ফর্মে। সমান তালে গোল করছিলেন এবং করাচ্ছিলেন।

তবে নিজেদের সবশেষ ম্যাচে বুধবার রাতে অরলান্ডো সিটির বিপক্ষে তাকে পায়নি মায়ামি। ফলে হোঁচটও খেতে হয়েছে ফ্লোরিডার দলটিকে, অরলান্ডো সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। মেসি এই ম্যাচে না খেলার কারণ জানালেন দলের কোচ জেরার্ডো টাটা মার্টিনো। 

গেল রবিবার মন্ট্রিয়লের মুখোমুখি হয়েছিল মায়ামি। যেখানে প্রথমার্ধের শেষ দিকে ফাউলের শিকার হন মেসি। সে কারণে চোট পেয়ে মাঠও ছাড়তে হয়েছিল তাকে। পরে যদিও ফিরে এসে খেলেছেন পুরো ম্যাচে। পরে জানা গিয়েছিল যে তার চোট খুব একটা গুরুতর নয়। এমনকি অনুশীলনও করেছেন তিনি দলের সঙ্গেও। তবুও অরলান্ডোর বিপক্ষে খেলেননি মেসি।

ম্যাচের আগে সবকিছু স্বাভাবিক থাকার পরও মেসির মাঠে না নামা নিয়ে অনেক আলোচনা শুরু হয়। সে প্রশ্নের জবাবে মার্টিনো বলেন, ‘আগের ম্যাচে হাঁটুতে ব্যথা পেয়েছে, তাই সে কিছুটা অস্বস্তি বোধ করছিল। সে যে অনুশীলন করেছে, সেটাও কিন্তু চিকিৎসকদের বেধে দেওয়া ছকেই। পরীক্ষার ফল অবশ্য ভালোই এসেছে।’

মার্টিনো আরও বলেন, ‘সে (মেসি) নিজে তো স্বস্তিতে ছিলই না, সঙ্গে এক সপ্তাহে তিনটি ম্যাচের সূচিও আছে আমাদের। সে কারণে আজ তাকে না খেলানোটাকেই ভালো বলে মনে হয়েছে আমাদের। শনিবারের ম্যাচে তাকে খেলাতে চাই আমরা। তবে বিষয়টা পুরোপুরি নির্ভর করবে তার উন্নতির ওপর।’ 

মেসি নেই, দলও ভালো খেলেনি, ম্যাচ জিততে পারেনি। মার্টিনোও এই বিষয়ে সহমত জানিয়ে বলেছেন, ‘লিও মাঠে ২৫ মিটার মতো জায়গায় দাঁড়িয়ে এমন কিছু করে, যা একমাত্র তাকে ছাড়া আর সবার পক্ষেই অসম্ভব। ইন্টার এখন সেটা বুঝছে। বার্সেলোনাও এমনটা ১০ বছর আগে বুঝেছে।’

;