সামনের ভালোর অপেক্ষায় মোসাদ্দেক এবং বাংলাদেশ



এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, বার্মিংহ্যাম, ইংল্যান্ড থেকে
অতীত নিয়ে ভাবছেন না মোসাদ্দেক, চোখ তার সামনে

অতীত নিয়ে ভাবছেন না মোসাদ্দেক, চোখ তার সামনে

  • Font increase
  • Font Decrease

-বাংলাদেশ কেমন খেলছে?

ভালো, চমকপ্রদ ক্রিকেট খেলছে বাংলাদেশ এই বিশ্বকাপে!

উত্তরদাতা এক ভারতীয় সাংবাদিক। শুধু ইনিই নন, বার্মিংহ্যামে এসে যে কয়েকজন ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা হচ্ছে-সবাই দু’গাল ভরে বাংলাদেশের ক্রিকেটের প্রশংসা করছেন।
খুব সম্ভবত এই প্রথম কোনো টুর্নামেন্টে এত উদারহস্ত কায়দায় ভারতীয়দের সমর্থন পাচ্ছে বাংলাদেশ। বার্মিংহ্যামের এই এজবাস্টনে ২ জুলাই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতে হলে যে ম্যাচে জেতা বাংলাদেশের জন্য অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার। মুখোমুখি লড়াইয়ের আগে বাংলাদেশ যে এখন বাকি সব প্রতিপক্ষের কাছ থেকেই প্রশংসা শুনছে-ভারতও সেই তালিকায়।

বিশ্বকাপে বাংলাদেশের সময়টা কাটছে ভালো-মন্দের মিশেলেই। তবে এখন পর্যন্ত জয়ী তিন ম্যাচে বাংলাদেশ যে পারফরমেন্স দেখিয়েছে তাতেই এই দলকে নিয়ে বাকি প্রতিপক্ষরাও মুগ্ধ।

সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে আসা বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে। মাঝে কিছুটা মন্দ গেছে। এখন শেষের দুই ম্যাচে যদি বাংলাদেশ শুরুর জয়ী পারফরমেন্স দেখাতে পারে-সেটাই ছড়াবে সাফল্যের আলো।

তবে পেছনের ভালো খেলা। আলো ছড়ানো। অতীতের সুখস্মৃতি-এসব নিয়ে ঢেঁকুর তোলার মধ্যে নেই বাংলাদেশ। দলের অফস্পিনার কাম লেটঅর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতও হায়াত রিজেন্সি হোটেলের সামনে দাড়িয়ে শনিবার সকালে তাই জানালেন-‘ দেখুন, ভালোর তো কোনো শেষ নেই। আর পেছনের ভালো দিক নিয়ে আমাদের চিন্তা করে আর লাভ নেই। এখন দৃষ্টি সামনে। আমাদের এখন সামনে এগোতে হবে।’

বাংলাদেশ দলের মতো মোসাদ্দেকের ব্যক্তিগত পারফরমেন্সও এবারের বিশ্বকাপে ভাল-মন্দের ব্র্যাকেট বন্দি। কাঁধের ইনজুরির কারণে ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ মিস করেছেন। কিন্তু দলের হয়ে বাকি পাঁচ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ৯৮ রান। সর্বোচ্চ ৩৫। উইকেট শিকার ৩টি। নিজের প্রথম বিশ্বকাপে এখন পর্যন্ত মোসাদ্দেকের এই পারফরমেন্স। খুব একটা যে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তাও নয়। নিজের পারফরমেন্স প্রসঙ্গে মোসাদ্দেকের চিন্তা-ভাবনা বেশ পরিস্কার-‘আমার নিজের সন্তুষ্ঠি থেকে যদি দল সন্তুষ্ট হয়, তবে সেটাই আমার কাছে মুখ্য বিষয়। দল সন্তুষ্ট তো আমিও তাই।’

বিশ্বকাপের অর্ধেকের বেশি সময় শেষ। সেমি-ফাইনালের সময়ও চলে আসছে। পেছনের এই সময়ের বিশ্লেষণ জানাচ্ছে ভারতীয় দলের বোলিংই সাফল্যের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে। লো- স্কোরের ম্যাচ যেভাবে ডিফেন্ড করে জিতেছে ভারত-তাতেই তাদের বোলিং শক্তি বাকি সবাইকে চোখ রাঙাচ্ছে।

-বাংলাদেশও কি ভারতীয় বোলিং নিয়ে বাড়তি কোনো চিন্তায় পড়েছে?

মোসাদ্দেক হোসেনের উত্তর-‘দেখুন, আমরা বিশ্বকাপের এমন একটা পর্যায়ে আমি আমার মনে হয় না, ভারত বা অন্য কোনো দলের বোলিং নিযে চিন্তা করার মতো কিছু আছে!’

শুধু এটুকু শুনে যদি আপনার মনে হয় মোসাদ্দেক বা বাংলাদেশ ২ জুলাই ভারতের বোলিংকে পাত্তাই দিচ্ছে না-তাহলে আপনি ভুল ভাবছেন।

মোসাদ্দেকের শেষ কথাটা শুনুন-‘অবশ্যই ভারত শক্ত প্রতিপক্ষ। যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে অবশ্যই ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে।’

ভালো কিছুর অপেক্ষায় থাকো বাংলাদেশ!

   

মৌসুম সেরার পুরস্কার জিতলেন ফোডেন-পালমার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার উঠেছে চেলসির কোল পালমারের হাতে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফোডেন। এখন পর্যন্ত ১৭ গোল করার পাশাপাশি ৮ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। চোটে আর অফ ফর্মে যখন সিটির অন্য ফুটবলার ভুগেছেন, তখন বহুবার দলের ত্রাতা হিসেবে হাজির হয়েছেন তিনি।

মৌসুমসেরা খেলোয়াড়ের খেতাব জিততে ফোডেন পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ আর্লিং হালান্ড, আলেক্সান্দার আইসাক, মার্টিন ওডেগার্ড, কোল পালমার, ডেকলান রাইস, ভার্জিল ফন ডাইক ও ওলি ওয়াটকিন্সকে।

অন্যদিকে সেরা উদীয়মানের খেতাব জেতা কোল পালমার গোল এবং অ্যাসিস্টের দিক দিয়ে ফোডেনের চেয়েও এগিয়ে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ২২ গোল করেছেন, করিয়েছেন আরো ১০ গোল। কিন্তু ফোডেনের দল সিটি যেখানে টানা চতুর্থবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে, সেখানে পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে পালমারের দল চেলসি। অনেকটা সে কারণেই হয়ত মৌসুমসেরার পুরস্কার হাত ফসকে গেছে তার, সন্তুষ্ট থাকতে হচ্ছে সেরা উদীয়মানের খেতাব নিয়ে।

;

মেসির মতো যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিবও!



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লিওনেল মেসিকে নিয়ে সাকিব আল হাসানের পাগলামি একটু বেশিই। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে- একবার কোনো এক সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয়েছিলো, যদি চাঁদে চান তাহলে কাকে সঙ্গে নিতে চাইবেন? উত্তরে স্ত্রী শিশিরের নাম নেয়া যাবে না, সে শর্ত জুড়ে দেয়া ছিল। সাকিব উত্তর করেছিলেন, লিওনেল মেসি। 

সাকিবের মেসিপ্রীতি নতুন কিছু নয়। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর সাকিবকে ঢাকার রাস্তায় আনন্দে মেতে উঠতেও দেখা গিয়েছিলো। মেসির আর্জেন্টিনার কিংবা বার্সার জার্সি গায়ে দেওয়া ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে অহরহ। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ফুটবলে সবচাইতে পটু হিসেবে খ্যাতি রয়েছে তার।

এবার মেসির পথেই হাঁটছেন সাকিব। না, মেসির মতো ফুটবলার বনে যাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তবে দুজনের গন্তব্য কিছু সময়ের জন্য এক হয়ে যাচ্ছে। একজন আমেরিকায় পাড়ি জমিয়েছেন, আরেকজন আমেরিকায় আছেন বিশ্বকাপ উপলক্ষ্যে। তবে যে জায়গায় মিল সেটা ক্লাব।

দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সে খেলা সাকিব আল হাসান এবার খেলবেন, আমেরিকার মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় মৌসুমের জন্য শাহরুখ খানের দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব।

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে হয়ে প্রথমবার আইপিএল খেলেন সাকিব। ২০১২ এবং ২০১৪ তে ভূমিকা রেখেছিলেন আইপিএল জয়ে। ২০১৭ পর্যন্ত ছিলেন কেকেআরে। ২০২১-এও দলকে নিয়েছিলেন ফাইনালে। সবশেষ ২০২৩ সালেও তাকে কিনেছিলো কেকেআর। যদিও পরে নাম প্রত্যাহার করেন৷

;

ইমপ্যাক্ট খেলোয়াড় ইস্যুতে বিস্ফোরক কোহলি



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড় নীতির পক্ষে-বিপক্ষে কথা চালাচালি হচ্ছে বেশ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ ইমপ্যাক্ট খেলোয়াড় নীতির পক্ষে সাফাই গেয়েছেন। তবে বিপরীত মেরুতে অবস্থান করছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। এবার রোহিতের সুরে সুর মেলালেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিও।

ইমপ্যাক্ট খেলোয়াড় নীতির কারণে ‘খেলার ভারসাম্য নষ্ট হচ্ছে’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক কোহলি। ইমপ্যাক্ট খেলোয়াড় ইস্যুতে নিজের অবস্থান ব্যক্ত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা এই ক্রিকেটার জিও সিনেমার সঙ্গে আলাপে বলেন, ‘বিনোদন খেলার একটা অংশ, তবে খেলায় এখন কোনো ভারসাম্য নেই। ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম খেলার ভারসাম্য নষ্ট করছে। শুধু আমি-ই নই, অনেকেই এমনটা মনে করছে।’

গত মাসে এক পডকাস্টে ইমপ্যাক্ট খেলোয়াড় নীতি নিয়ে চাঁছাছোলা মন্তব্য করেন রোহিতও, ‘আমি এটার সমর্থক নই। অলরাউন্ডার ক্ষতি করছে এই নিয়ম। ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়।’

কোহলি আশা করছেন, শিগগিরই আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম বাতিল করবে বিসিসিআই। ইমপ্যাক্ট খেলোয়াড়ের নীতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন জয় শাহ। এতে আশার আলো দেখছেন কোহলি, ‘জয় (শাহ) ভাই বলেছেন যে, তারা এটা পর্যালোচনা করছে। আমি নিশ্চিত পর্যালোচনার পর তারা এমন সিদ্ধান্ত নেবেন, যার মাধ্যমে খেলায় ভারসাম্য ফিরে আসবে।’

;

কোহলি-ধোনিদের বাঁচামরার ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাঁচামরার ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে-অফের চার দলের মধ্যে তিন দল নিশ্চিত হয়ে গেছে। এই দুই দলের মধ্যে যেকোনো একটি আজ চতুর্থ দল হিসেবে প্লে-অফে পা রাখবে।

কিন্তু এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেঙ্গালুরুতে। ভারতের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা ৬০ ভাগ। চিন্নাস্বামী স্টেডিয়াম যেখানে অবস্থিত, সেই মধ্য বেঙ্গালুরুতে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে তারা।

বৃষ্টিতে যদি ম্যাচ ভেসে যায়, সেক্ষেত্রে কপাল পুড়বে বেঙ্গালুরুর, প্লে-অফে চলে যাবে চেন্নাই। আর যদি বৃষ্টির চোখরাঙানি ডিঙিয়ে খেলা মাঠে গড়ায় সেক্ষেত্রে বেঙ্গালুরুর সামনে সমীকরণ অনেকটা এরকম-আগে ব্যাট করলে ১৮ রানে জিততে হবে আর পরে ব্যাট করলে চেন্নাইয়ের দেয়া লক্ষ্য তাড়া করতে হবে ১১ বল হাতে রেখে। মানে কোহলিদের শুধু জিতলেই চলবে না, জিততে হবে এই দুটি শর্তের যেকোনো একটি পূরণ করে।

অন্যদিকে চেন্নাইয়ের জন্য সমীকরণ তুলনামূলক সহজ। জিতলেই প্লে-অফ, হারলেও থাকবে সুযোগ। বেঙ্গালুরুকে শর্ত পূরণ করতে না দিলেই প্লে-অফের টিকিট ধরা দেবে তাদের।

আজ (শনিবার) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাৎপর্যপূর্ণ দক্ষিণ ভারতীয় ডার্বিতে মুখোমুখি হবে বেঙ্গালুরু ও চেন্নাই।

;