রাত পোহালেই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
কোপার সেমিতে মুখোমুখি দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা

কোপার সেমিতে মুখোমুখি দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা

  • Font increase
  • Font Decrease

গর্ব করার মতোই এক রেকর্ডের মালিক ব্রাজিল। এর আগে চার বার কোপা আমেরিকার আয়োজন করেছিল তারা। প্রতিবারই লাতিন আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরের শিরোপা ঘরেই রেখে দিয়েছে সেলেসাও শিবির। এবারের কোপা আমেরিকার আয়োজকও ব্রাজিল। তাই শিরোপা জয়ের দৌড়ে তাদেরকেই ফেভারিট মানা হচ্ছে এখন। রেকর্ডটা ধরে রাখতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেমি-ফাইনালে হারিয়ে দিতে চায় চির প্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী আর্জেন্টিনাকে। ছিনিয়ে নিতে চায় ফাইনালের টিকিট।

জিভে জল এনে দেওয়ার মতো ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার মহারণ উপভোগের সুবর্ণ সুযোগ বিশ্বের ফুটবল প্রেমীদের সামনে। বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা থেকে মাঠে গড়াবে দুদলের মাঠের দ্বৈরথ।

শেষ চারের লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে দিতে চায় আর্জেন্টিনাও। কাটাতে চায় দীর্ঘ দিনের শিরোপা খরা। অবসরে যাওয়ার আগে প্রিয় জাতীয় দলকে শিরোপা এনে দিতে মরিয়া ফুটবল জাদুকর লিওনেল মেসি। প্রমাণ করতে চান, শুধু বার্সার হয়েই নয় আলবিসেলেস্তের হয়েও শিরোপা জিততে পারেন। এজন্য বার্সার দাপটে ফর্মও সঙ্গী করতে চান মেসি।

দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে বলিভিয়া ও পেরুর বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও ভেনেজুয়েলার বিপক্ষে গোল শূন্য ড্র করে ব্রাজিল।  সেমি-ফাইনালেও তার ধারাবাহিকতা রাখতে চায় ব্রাজিল।

বিপরীতে গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে হারের পর প্যারাগুয়ের সঙ্গে ড্র করে আর্জেন্টিনা। শেষ ম্যাচে কাতারের বিপক্ষে জয় দিয়েই সেমি-ফাইনালে উঠে তারা। গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স দিতে না পারাটাই এখন দুশ্চিন্তায় ফেলেছে কোচ লিওনেল স্কালোনির দলকে। সে বিচারে ফাইনালে উঠার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ফেভারিট নেইমারহীন ব্রাজিলই।

‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি-ফাইনালে পা রেখেছে কোচ লিওনার্দো আদেনর বাচ্চির (তিতে) ব্রাজিল। গ্রুপ পর্বের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে আট গোল দিয়ে একটি গোলও হজম করেনি তারা। দুর্ভেদ্য রক্ষণদূর্গ নিয়েই আর্জেন্টিনার মুখোমুখি হবে ফিলিপে কুতিনহোরা।

আর্জেন্টিনা সেমি-ফাইনালের টিকিট কেটেছে ‘বি’ গ্রুপের  রানার-আপ হয়ে। প্রতিপক্ষের জালে তিন গোল দিয়ে গোল খেয়েছে তারা তিনটি। রক্ষণভাগের দুর্বলতাই এখন আকাশী নীল-সাদা শিবিরের বড় চিন্তা।

১৯৯৩ সালের পর এখনো পর্যন্ত কোপা শিরোপা জিতেনি আর্জেন্টিনা। তবে গত ১৫ বছরে টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স দেখার মতো। গত পাঁচ আসরের চার বারই ফাইনালে উঠে ছিল তারা। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। গত দুই আসরে মেসিরা শিরোপা হাতছাড়া করেছে বর্তমান চ্যাম্পিয়ন চিলির কাছে।

২০০৭ সালের পর এবারই প্রথম শিরোপা জিততে চায় ব্রাজিল। সে লক্ষ্যে পুরো গ্রীষ্মে জুড়ে দাপটে পারফরম্যান্স দিয়ে গেছে স্বাগতিকরা।

তবে ইতিহাস আর পরিসংখ্যানে কিন্তু ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনাই  এগিয়ে। এখনো পর্যন্ত ৩২ ম্যাচ খেলেছে ফুটবল দুনিয়ার এ দুই পরাশক্তি। তার মধ্যে ব্রাজিল জিতেছে ১০ ম্যাচ। আর আর্জেন্টিনা জয় পায় ১৬ ম্যাচে। বাকি ৬ ম্যাচ ছিল অমীমাংসিত।

   

যে কারণে টাইগার্স ক্যাম্পে থাকছেন না সাইফউদ্দিন



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ক্রিকেটারদের বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে ডেকেছিল বিসিবি। অল্পের জন্য বিশ্বকাপের বিমানে চড়তে না পারা সাইফউদ্দিনকেও এই দলে রাখা হয়েছিল। তবে ক্যাম্প শুরুর আগের দিন এই দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সাইফউদ্দিন।

সাইফউদ্দিনের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমরা একটা ইমেইল পেয়েছি। সাইফউদ্দিন ফোনও করেছিল, জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না। তার স্ত্রী অসুস্থ এবং সন্তানসম্ভবা। সে কারণে তিনি জুনের ১০ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পে জয়েন করতে পারবে না, ছুটি চেয়েছেন। সেজন্য তার পাশাপাশি আমরা খালেদকে প্রস্তুত রাখার চেষ্টা করব।’

এর আগে ২১ সদস্যের টাইগার্স স্কোয়াড দেয় বিসিবি। এই স্কোয়াডে চমক হিসেবে থাকে মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজদের নাম। আগামীকাল সকাল ৯টা থেকে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে এই স্কোয়াডের ক্যাম্প।

;

প্রথমবার কোপা আমেরিকায় দেখা যাবে নারী রেফারি



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথমবারের মতো কোপা আমেরিকায় ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন নারী রেফারিরা। শুক্রবার (২৪ মে) নারী রেফারিদের কোপা আমেরিকার ম্যাচ পরিচালনার জন্য নিয়োগ দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেনসো এবং ব্রাজিলের এদিনা আলভেস আসন্ন কোপা আমেরিকায় রেফারির দায়িত্ব পালন করবেন।

তাদের সহযোগী হিসেবে থাকবেন ব্রাজিলের নুয়েজা বাক, কলম্বিয়ার মারি ব্লাঙ্কো, ভেনেজুয়েলার মিগদালিয়া রদ্রিগেজ এবং যুক্তরাষ্ট্রের ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট।

ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) কক্ষেও নারী রেফারির উপস্থিতি থাকবে। আসরের একমাত্র নারী ভিএআর হিসেবে দায়িত্ব পালন করবেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান।

আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার এবারের আসরে সবমিলিয়ে ১০১ জন ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করবেন। সাধারণত কোপা আমেরিকায় শুধু লাতিন আমেরিকা ও উত্তপ আমেরিকা অঞ্চলের রেফারিরা দায়িত্ব পালন করলেও এবার ইউরোপীয় রেফারিদেরও দেখা যাবে।

কনমেবল-উয়েফা চুক্তির অংশ হিসেবে ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি এবং তার দুই সহকারী দানিয়েলে ব্রিনদোনি ও আলবার্তো তেগোনি কোপা আমেরিকায় দায়িত্ব পালন করবেন। এছাড়া ইতালির দুই ভিএআর মার্কো দি বেল্লো এবং আলেহান্দ্রো দি পাওলোকেও কোপা আমেরিকায় দেখা যাবে।

;

তাসকিনের উন্নতি চোখে পড়ার মতো: দেবাশীষ চৌধুরী



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আট উইকেটের সঙ্গে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন তিনি। কিন্তু চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় পাঁজরে চোট পাওয়ায় শেষ ম্যাচে মাঠে নামতে পারেননি বাংলাদেশের তাসকিন। এমনকি তার বিশ্বকাপে খেলতে পারা এবং স্কোয়াডে জায়গা পাওয়া নিয়েও ছিল শঙ্কা।

তবে তাকে সহ-অধিনায়ক করেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছে টিম টাইগার্স। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচটি খেলবেন সাকিব-শান্তরা। আশা করা হচ্ছে তার আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। যদিও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ায় চলমান যুক্তরাষ্ট্র সিরিজেও মাঠের বাইরে আছেন তাসকিন।

তাসকিনের শারীরিক অবস্থার উন্নতি সম্পর্কে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তার চোটটি সেরে উঠছে এবং অবস্থার উন্নতি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে তাসকিন সম্পূর্ণরূপে ফিট থাকবেন, এ বিষয়ে আশাবাদী দেবাশীষ চৌধুরী।

তিনি বলেছেন, ‘তাসকিনের উন্নতি সন্তোষজনক। তিনি একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং জিমে প্রশিক্ষণ নিচ্ছেন। আপাতত রানিং সেশন করছেন এবং আমরা পরে তার বোলিং চালু করব। আমরা এমআরআই স্ক্যানের রিপোর্ট পেয়েছি এবং ডাক্তারের সাথে কথা বলেছি। মনে হচ্ছে ফ্র্যাকচার প্রায় সেরে গেছে এবং এখন আমরা তাকে ধীরে ধীরে শর্ট রান আপ বোলিং শুরু করাব। পরবর্তীতে তার দৌড়ে কোন সমস্যা হচ্ছে কিনা তা দেখে থ্রোয়িং সেশন করব।‘

তাসকিনের অবস্থার আরও উন্নতি ঘটবে এবং তিনি বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই বাংলাদেশের একাদশে থাকবেন, এমনতাই আশা করেন বিসিবি চিকিৎসক। ক্রিকবাজকে তিনি জানিয়েছেন, ‘আমরা আশাবাদী যে তার (তাসকিন) এরকম অগ্রগতি অব্যাহত থাকলে বিশ্বকাপের উদ্বোধনী খেলা থেকেই তাকে একাদশে পাওয়া যাবে।‘

;

জাতীয় স্কুল ক্রিকেটের দুই ফাইনালিস্ট চূড়ান্ত



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ের ফাইনাল নিশ্চিত করেছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।

মিরপুরের সিটি ক্লাব মাঠে সকালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। আগে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান স্কোরবোর্ডে তোলে ২০১৯ সালের চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে মেহেদি ও জাহিদ। টার্গেট তাড়া করতে নেমে কুমিল্লা হাই স্কুলের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। শেষ উইকেট জুটিতে আলিফ হোসেনকে সাথে নিয়ে ব্যাটার আলিফ মাহমুদের দায়িত্বশীল ৪০ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস দলকে প্রথমবারের মতো নিয়ে যায় স্বপ্নের ফাইনালে। ম্যাচসেরা আলিম মাহমুদ বোলিংয়েও তুলে নেয় ২টি উইকেট। তুমুল লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেটের জয় পায় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ।

অন্য সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে টসে জিতে আগে ব্যাট করা চাঁদপুরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যাটিং বিপর্যয়ে ৩৭.১ ওভারে মাত্র ৯৮ রান করে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নামা পিরোজপুর সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রথম দুই ব্যাটারকে শূন্য রানে ফেরানোর পাশাপাশি দ্রুত উইকেট হারিয়ে দিশেহারা ব্যাটিং লাইনআপে হাল ধরে ব্যাটার ওয়ালিদ। তার ব্যাট থেকে আসা অপরাজিত ৩৯ রান প্রতিরোধ গড়ে ম্যাচ জিতে নেয়। গতবারের রানারআপ দল গণি মডেল উচ্চ বিদ্যালয়কে ২ উইকেটে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে।

আগামী ২৭ তারিখ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের ফাইনাল।

;