এক বছর নিষিদ্ধ আকিলা ধনাঞ্জয়া

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক ক্রিকেটে আগামী ১২ মাস বল করতে পারবেন না ধনাঞ্জয়া, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে আগামী ১২ মাস বল করতে পারবেন না ধনাঞ্জয়া, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে আকিলা ধনাঞ্জয়াকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে এ শাস্তি পেলেন শ্রীলঙ্কার এ স্পিনার। এ নিয়ে একই অপরাধে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলেন ধনাঞ্জয়া।

১৪-১৮ আগস্ট পর্যন্ত গলে অনুষ্ঠিত শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট শেষে ২৫ বছরের অলরাউন্ডার ধনাঞ্জয়ার বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠে।

বিজ্ঞাপন

এর প্রেক্ষিতে ২৯ আগস্ট চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন ধনাঞ্জয়া। কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। বল করার সময় তার কনুইয়ের বাঁক ১৫ ডিগ্রি ছাড়িয়ে যায়।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্ট শেষে ২০১৮ সালের ডিসেম্বরে ধরা খেয়ে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য প্রথমবার নিষিদ্ধ হন ধনাঞ্জয়া। পরে ফেব্রুয়ারিতে ছাড়পত্র পেয়ে যান তিনি।

বিজ্ঞাপন