বার্সা-রিয়ালের এল ক্লাসিকো যাচ্ছে ডিসেম্বরে?



স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
উত্তেজনায় ভরা এল ক্লাসিকো পিছিয়ে যেতে পারে, ছবি: সংগৃহীত

উত্তেজনায় ভরা এল ক্লাসিকো পিছিয়ে যেতে পারে, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মহারণ দেখার জন্য মুখিয়ে আছে পুরো ফুটবল দুনিয়া। কিন্তু ২৬ অক্টোবর ন্যু ক্যাম্পে যথা সময়ে হবে তো দুই স্প্যানিশ জায়ান্টের এল ক্লাসিকো? উত্তরটা জানা নেই কারোর!

স্বাধীনতাকামী কাতালুনিয়ায় এখন চলছে রাজনৈতিক অস্থিরতা। বিক্ষোভ আর প্রতিবাদে ফেটে পড়েছে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চলটি। তা কারণটা কী? কাতালান স্বাধীনতার পক্ষে ২০১৭ সালে বিতর্কিত গণভোট আয়োজন করায় অঞ্চলটির স্বাধীনতাকামী নয় রাজনৈতিক নেতাকে ৯ থেকে ১৩ বছরের জন্য জেল দিয়েছে স্প্যানিশ সরকার।

কাতালুনিয়ায় রাজনৈতিক অস্থিরতার এটাই মূল কারণ। প্রতিবাদে বার্সেলোনার একটি বিমানবন্দর মঙ্গলবার সাময়িকভাবে বন্ধ করে দিয়ে ছিল বিভোক্ষকারীরা। শ্বাসরুদ্ধকর ও স্নায়ুচাপের এ হাইভোল্টেজ ম্যাচের দিন আরো বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা করেছে স্বাধীনতাকামী কাতালান জনতা।

নিরাপত্তাহীনতার কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে লা লিগা কর্তৃপক্ষ। শুধু লা লিগাই নয় স্প্যানিশ সরকারও ন্যু ক্যাম্পে এখন ম্যাচটি আয়োজন করতে চাইছে না।

কিন্তু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুটো দলই এই সিদ্ধান্ত মানতে নারাজ। তাই এল ক্লাসিকো স্থগিত করার ব্যাপারে বেশ গুরুত্ব দিয়েই আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার।

এল ক্লাসিকোর জন্য এখন বিকল্প দিনক্ষণ নিয়ে চিন্তা-ভাবনা চলছে। এখন পিছিয়ে গেলে আগামী ৪ বা ১৮ ডিসেম্বরে হতে পারে ম্যাচটি। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুরো বিষয়টা পড়ে আছে আলোচনার টেবিলে।

এখন সিদ্ধান্ত নিবে আরএফইএফ কম্পিটিশন কমিটি। যেখানে লিগের একজন প্রতিনিধি, ফেডারেশনের একজন ও নিরপেক্ষ একজন সদস্য থাকবেন।

শুক্রবার ফের আলোচনায় বসবে কমিটি। যদিও সোমবারের আগে কোনো সিদ্ধান্ত আসার কোনো সম্ভাবনা নেই। কারণ কোনো ক্লাবকে এখনো ম্যাচ স্থগিতের বিষয়ে কিছু জানানোই হয়নি।

 

   

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;

মুস্তাফিজদের নয়, দোষ শিশিরের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংস পেরে উঠল না। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল লক্ষ্ণৌয়ের, কিন্তু মুস্তাফিজ সে ওভারে বোলিংয়ে এসে তিনটি বৈধ ডেলিভারিতেই খরচ করেছেন ১৯ রান। ম্যাচটি ৬ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় তাদের।

২১০ রানের বড় সংগ্রহ নিয়েও বোলারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয় চেন্নাইকে। শুধু মুস্তাফিজই, দলের অন্য বোলাররাও লক্ষ্ণৌয়ের ব্যাটিংয়ের সামনে খাবি খেয়েছেন। তাদের শাসন করেই ১২৪ রানের অবিশ্বাস্য হার না মানা ইনিংস খেলে লক্ষ্ণৌকে জয় এনে দেন মার্কাস স্টয়নিস।

এমন দুর্দান্ত ইনিংস দেখে প্রতিপক্ষ শিবিরে থেকেও প্রশংসা না করে পারেননি চেন্নাই অধিনায়ক এবং লক্ষ্ণৌয়ের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়, ‘পরাজয় মেনে নেওয়া সবসময়ই কঠিন। লক্ষ্ণৌ ভালো করেছে। ১৩তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতেই ছিল। স্টয়নিস দুর্দান্ত ব্যাট করেছে। ওকে টুপি খোলা অভিনন্দন।’ 

তবে ২১০ রান ডিফেন্ড করতে না পারার পরও বোলারদের দায় দিচ্ছেন না চেন্নাই অধিনায়ক, ‘এই ম্যাচে শিশির প্রভাব রেখেছে। শিশিরের কারণে স্পিনাররা সুবিধা করতে পারেনি। তা না হলে আরেকটু ভালো হতে পারত। যদিও এটি খেলারই অংশ। যা আপনার হাতে নেই সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

;