রেকর্ড ১৯ স্বর্ণ নিয়ে ফিরছে বাংলাদেশ
সব মিলিয়ে হাসি মুখেই নেপাল থেকে ফিরছে বাংলাদেশের প্রতিযোগীরা। ১৩তম এসএ গেমসে দল পেয়েছে রেকর্ড স্বর্ণ পদক। ১৯টি স্বর্ণ, ৩৩টি রৌপ্য, ৯০টি ব্রোঞ্জসহ মোট ১৪২টি পদক জিতে দক্ষিণ এশিয়ান গেমসের এবারের আসর শেষ করল বাংলাদেশ।
মোট ১৯টি স্বর্ণ জিতে গেমসে নিজেদের ইতিহাসে সেরা সাফল্য পেল লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে সবচেয়ে বেশি ১০টি স্বর্ণ এসেছে আর্চারি থেকে। তবে হতাশ করেছে সাঁতার ও শুটিং। এই ডিসিপ্লিনে পদক হারিয়েছে বাংলাদেশ। তারপরও সন্তুষ্ঠি থাকছে।
মঙ্গলবার সমাপনী দিনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা জানাচ্ছিলেন, 'আমি খুবই খুশি। প্রত্যাশা যা নিয়ে এসেছিলাম এর খুব কাছাকাছি গেছে। কিছু ডিসিপ্লিন খারাপ করেছে। আমরা হতাশ হইনি। যে রুপা গুলো পেয়েছি এর মধ্যে সোনার প্রত্যাশা ছিল। কিছুটা পয়েন্টের জন্য হেরেছি। যদি এগুলো সোনা হতো তাহলে আমাদের ভালো হতো।'
চলুন দেখে নেই এবারের এসএ গেমসে কোন ডিসিপ্লিন থেকে কেমন সাফল্য পেল বাংলাদেশ।
ডিসিপ্লিন অনুযায়ী বাংলাদেশের পদক তালিকা
ডিসিপ্লিন স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ সর্বমোট
অ্যাথলেটিক্স ০ ১ ১ ২
আর্চারি ১০ ০ ১ ১১
ব্যাডমিন্টন ০ ০ ১ ১
বাস্কেটবল ০ ০ ০ ০
বক্সিং ০ ১ ৬ ৭
ক্রিকেট ২ ০ ০ ২
সাইক্লিং ০ ০ ০ ০
ফেন্সিং ১ ৩ ৭ ১১
ফুটবল ০ ০ ১ ১
গলফ ০ ৪ ০ ৪
হ্যান্ডবল ০ ০ ১ ১
জুডো ০ ০ ১১ ১১
কাবাডি ০ ০ ২ ২
কারাতে ৩ ৩ ১২ ১৮
খো-খো ০ ১ ১ ২
শুটিং ০ ৬ ৪ ১০
স্কোয়াশ ০ ০ ০ ০
সাঁতার ০ ৩ ৮ ১১
টেবিল টেনিস ০ ০ ২ ২
তায়কোয়ান্দো ১ ০ ১০ ১১
টেনিস ০ ০ ০ ০
ভলিবল ০ ০ ০ ০
ভারোত্তোলন ২ ৬ ৫ ১৩
কুস্তি ০ ২ ৭ ৯
উশু ০ ৩ ১০ ১৩
সর্বমোট ১৯ ৩৩ ৯০ ১৪২