ফের ইতিহাস গড়লেন আবিদ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আবিদ আলির সেঞ্চুরি উদযাপন, ছবি: সংগৃহীত

আবিদ আলির সেঞ্চুরি উদযাপন, ছবি: সংগৃহীত

ওয়ানডের পর টেস্ট অভিষেকেও সেঞ্চুরি হাঁকানোর বিশ্ব রেকর্ড গড়েছেন আবিদ আলি। সেটা শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে।

এবার আবিদের মুকুটে যুক্ত হলো আরো একটি পালক। করাচি টেস্টে আবিদ লিখলেন আরেক নতুন ইতিহাস। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সেঞ্চুরি হাঁকালেন এ ওপেনার।

বিজ্ঞাপন

১৪৮ রানের দুরন্ত এক ইনিংস খেলে এখনো ব্যাটিং করে যাচ্ছেন আবিদ। ২৩৫ বলের এ দাপুটে ইনিংসে রয়েছে ১৮টি বাউন্ডারি ও একটি ছক্কা।

১৯৮ বলে ৭ বাউন্ডারি ৩ ছক্কায় ১৩৫ রান করে ফিরেছেন আরেক ওপেনার শান মাসুদ। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি এটি তার।

বিজ্ঞাপন

এই রিপোর্ট লেখা পর্যন্ত আবিদ ও মাসুদের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। ৯ উইকেট হাতে রেখে ২২৬ রানের লিড নিয়ে ফেলেছে পাকিস্তান।