ভারত নিরাপদ রাষ্ট্র নয়: জাভেদ মিয়াঁদাদ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাভেদ মিয়াঁদাদ, ছবি: সংগৃহীত

জাভেদ মিয়াঁদাদ, ছবি: সংগৃহীত

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পুরো ভারত এখন উত্তাল। দেশটিতে চলছে বিক্ষোভ-সমাবেশ। এই সুযোগে চির বৈরী প্রতিবেশী রাষ্ট্রকে খোঁচা দিয়ে বসলেন জাভেদ মিয়াঁদাদ। ভারতকে অনিরাপদ রাষ্ট্র হিসেবেই অভিহিত করলেন তিনি।

পাকিস্তানের সাবেক এ অধিনায়ক বলেন, ‘পাকিস্তান নয়, পর্যটক বা অন্য কারোর জন্যই ভারত নিরাপদ দেশ নয়। মানুষ হিসেবে আমাদের ক্রীড়াবিদদের উচিত তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এবং তাদের নিন্দা করা।’

বিজ্ঞাপন

এখানেই থামেননি মিয়াঁদাদ। পাকপ্যাশন.কমের এক ভিডিও বার্তায় ভারতকে বয়কটের আর্জিও জানিয়েছেন আইসিসি-র কাছে, ‘লোকজনের দেখা উচিত ভারতে কি হচ্ছে। তাদেরকে একঘরে করার জন্য আইসিসি-র কাছে সুপারিশ করছি।’

আইসিসি-কে ভারতের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছেদ করার অনুরোধও করেছেন মিয়াঁদাদ। জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এ নিয়ন্ত্রক সংস্থার উচিত অন্য দেশের দলগুলোকে ভারত সফর থেকে বিরত রাখা, ‘পুরো দুনিয়া দেখছে এবং বলছে সেখানে কি হচ্ছে। পাকিস্তানের হয়ে আমি বলছি, ভারতের সঙ্গে সব ধরনের স্পোর্টিং সম্পর্ক ছেদ করতে হবে। সকল দেশের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

বিজ্ঞাপন

মিয়াঁদাদই প্রথম নন। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এহসান মানিও এর আগে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘আমরা প্রমাণ করেছি, পাকিস্তান নিরাপদ। যদি কেউ আসতে না চান তাহলে তাদের প্রমাণ করা উচিত পাকিস্তান নিরাপদ নয়। আর এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে ভারতেই এখন সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকি।’