ফাইনালে কে, ইংল্যান্ড নাকি ক্রোয়েশিয়া?



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

স্মৃতিকাতর হয়ে উঠেছেন তিনি। বয়স হয়েছে, তারপরও ৫২ বছর আগের দৃশ্যপট এখনো তরতাজা! সেরা অর্জনের সেই মুহুর্তগুলো ভুলবেনই বা কী করে। ১৯৬৬ সালে ইংলিশদের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক জিওফ হার্স্ট স্মৃতির বারান্দা ধরেই হাঁটছেন এখন। আর জানিয়ে রাখছেন, 'এবারের বিশ্বকাপটা ইংল্যান্ডই জিতবে।' বিশ্লেষকদের রায়েও এগিয়ে আছে তারা। তবে তার আগে বুধবার (১১ জুলাই) রাতেই ফাইনালে উঠার পথে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে তাদের। প্রতিপক্ষ আরো চনমনে ক্রোয়েশিয়া। দেশটির সোনালী প্রজন্মের একঝাঁক ফুটবলার এরইমধ্যে ঝড় তুলেছে রাশিয়া বিশ্বকাপে। তাদের হাতেও শিরোপা উঠল কিছুতেই অবাক হওয়ার থাকবে না!

আরেকটি রুদ্ধশ্বাস ছড়ানো সেমিফাইনালের মঞ্চ তৈরি। বুধবার লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের শেষচারে মুখোমুখি হবে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া। অল ইউরোপিয়ান এই সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। সরাসরি দেখাবে বিটিভি, মাছরাঙা, নাগরিক টিভি,

সনি ইএসপিএন, সনি টেন টু ও সনি টেন থ্রি!

এই ম্যাচের বিজয়ী দল ১৫ জুলাই ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সের। যারা বেলজিয়ামকে হারিয়ে উঠে এসেছে সেরা দুইয়ে।

ম্যাচটা খেলার আগে ইতিহাসই বড় অনুপ্রেরণা দিচ্ছে ইংল্যান্ডকে। তাদের রয়েছে এর আগেও ফাইনালে খেলা আর ট্রফি জয়ের অভিজ্ঞতা। সেদিক থেকে পিছিয়েই আছে ক্রোয়াটরা। অবশ্য বিশ্বকাপের বড় মঞ্চে প্রথমবার পা দিয়েই রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছিল দেশটি। উঠে এসেছিল সেমিফাইনালে। তারপর ফ্রান্সের কাছে হেরে ফাইনালে খেলা হয়নি। তবে নেদারল্যান্ডসকে হারিয়ে ডেভর সুকাররা বুঝিয়েছিল, একদিন তারা ওই সোনার ট্রফিটি জিতবেই।

গোল্ডেন বুট জেতা সেই ডেভর সুকারেরই উত্তরসুরী লুকা মডরিচরা। গ্রুপ পর্ব থেকে ফাইনালে উঠে আসার পথে দুর্দান্ত দাপট দেখিয়েছে বলকান অঞ্চলের এই দেশটি। ইভান রাকিতিচ, মারিও মানজুকিচ, ইভান পেরিসিচরা আছেন দুর্দান্ত ফর্মে।

এমন একটা ম্যাচ খেলার আগে দারুণ আত্মবিশ্বাসী বিস্ময় জাগানিয়া দেশটি। ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ অবশ্য প্রতিপক্ষের গোল মেশিন হ্যারি কেইনকে নিয়ে ভাবছেন। যিনি এরইমধ্যে ৬ গোল করে রাশিয়া বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে আছেন। তবে দালিচ মনে করেন তাকেও আটকানো যাবে। ‘এটা ঠিক হ্যারি কেইন দুর্দান্ত খেলছে। ওকে আটকানো কঠিন।  কিন্তু আমার দলের সেন্টারব্যাকরা এর আগে লিওনেল মেসিকে আটকে দিয়েছে। এমন কী ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকেসেনকেও ভয়ঙ্কর হতে দেয়নি। আশা করছি এবার কেইনকেও আটকে দেবো আমরা।’

প্রতিপক্ষের ভাবনার সঙ্গে নিজেদের ওপরও পুরো আস্থা আছে ক্রোয়াটদের। তার বিশ্বকাব এবার আর স্বপ্নভঙ্গ হবে না। দল ইংল্যান্ডকে হারিয়ে পেয়ে যাবে ফাইনালের টিকিট।

অবশ্য একইভাবে ভাবছে ইংল্যান্ডও। ১০ বছর পর নক আউট বাধা পেরিয়ে এখন শিরোপার সুবাস পাচ্ছে দল। দলটির কোচ গ্যারেথ সাউথগেট জানিয়ে রাখলেন, ‘এই বিশ্বকাপে বেশ কয়েকটি ইতিহাস গড়া হয়ে গেছে। ১০ বছরে প্রথমবার নকআউটের বাধা পেরিয়েছি আমরা। পেনাল্টিতে প্রথমবার বিশ্বকাপে জয় এসেছে। ছেলেরা প্রাণভরে উপভোগ করছে। আমি এটাই চাই। নিজেদের সেরাটা দিয়ে এভাবেই এগিয়ে যাও। সাফল্য আসবেই।’

ক্রোয়েশিয়ার মতো ইংল্যান্ডের দলটাও তারুন্যে ভরপুর। হ্যারি কেইনের সঙ্গে হ্যারি মাগুইরি, ডেলে আলি, রাহিম স্টার্লিং আর গোল পোস্টের নীচে প্রাচীর হয়ে আছেন জর্ডান পিকফোর্ড। অাবার হেড টু হেড-ও তাদের সাহস দিচ্ছে। দুই দলের দেখা হয়েছে ৭ বার। এরমধ্যে ৪বার জিতেছে থ্রি লায়ন্সরা। দুইবার ক্রোয়েশিয়া। আরেকটি ম্যাচ ড্র!

তবে এটাও ঠিক রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত হল ক্রোয়েশিয়া। হারতেই ভুলে গেছে মরডিচরা। এই ভুলে যাওয়াটা ধরে রাখতে চায় আরো দুই ম্যাচ। ১৯৯৮-এর সাফল্য শুনে বড় হয়েছে ক্রোয়েশিয়ার এই প্রজন্ম। এবার সময় নতুন ইতিহাস লিখতে চাইছে তারা। আর

হার্স্ট, ববি মুর, ববি চার্লটনদের স্পর্শের জন্য উন্মুখ হয়ে আছেন হ্যারি কেইনরা! তারাও গড়তে চায় নতুন এক রূপকথা!

   

প্রিমিয়ার লিগে শিরোপা নির্ধারণী ম্যাচ আজ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারিত হবে আজ। যেখানে ভিন্ন ভিন্ন ম্যাচে লড়বে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। এ দুটি দলই আছে শিরোপার রেসে। এছাড়াও আইপিএলের লিগ পর্বের শেষ দিনও আজ।

আইপিএল
হায়দরাবাদ-পাঞ্জাব
বিকেল ৪টা, টি স্পোর্টস ও গাজী টিভি

রাজস্থান-কলকাতা
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যান সিটি-ওয়েস্ট হাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২, র‍্যাবিটহোল
আর্সেনাল-এভারটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১, র‍্যাবিটহোল

লা লিগা
বার্সেলোনা-ভায়েকানো
রাত ১১টা, র‍্যাবিটহোল

ভিয়ারিয়াল-রিয়াল মাদ্রিদ
রাত ১১টা, র‍্যাবিটহোল

ফ্রেঞ্চ লিগ আঁ
মেস-পিএসজি
রাত ১টা, র‍্যাবিটহোল

;

মৌসুম সেরার পুরস্কার জিতলেন ফোডেন-পালমার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার উঠেছে চেলসির কোল পালমারের হাতে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফোডেন। এখন পর্যন্ত ১৭ গোল করার পাশাপাশি ৮ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। চোটে আর অফ ফর্মে যখন সিটির অন্য ফুটবলার ভুগেছেন, তখন বহুবার দলের ত্রাতা হিসেবে হাজির হয়েছেন তিনি।

মৌসুমসেরা খেলোয়াড়ের খেতাব জিততে ফোডেন পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ আর্লিং হালান্ড, আলেক্সান্দার আইসাক, মার্টিন ওডেগার্ড, কোল পালমার, ডেকলান রাইস, ভার্জিল ফন ডাইক ও ওলি ওয়াটকিন্সকে।

অন্যদিকে সেরা উদীয়মানের খেতাব জেতা কোল পালমার গোল এবং অ্যাসিস্টের দিক দিয়ে ফোডেনের চেয়েও এগিয়ে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ২২ গোল করেছেন, করিয়েছেন আরো ১০ গোল। কিন্তু ফোডেনের দল সিটি যেখানে টানা চতুর্থবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে, সেখানে পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে পালমারের দল চেলসি। অনেকটা সে কারণেই হয়ত মৌসুমসেরার পুরস্কার হাত ফসকে গেছে তার, সন্তুষ্ট থাকতে হচ্ছে সেরা উদীয়মানের খেতাব নিয়ে।

;

মেসির মতো যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিবও!



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লিওনেল মেসিকে নিয়ে সাকিব আল হাসানের পাগলামি একটু বেশিই। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে- একবার কোনো এক সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয়েছিলো, যদি চাঁদে চান তাহলে কাকে সঙ্গে নিতে চাইবেন? উত্তরে স্ত্রী শিশিরের নাম নেয়া যাবে না, সে শর্ত জুড়ে দেয়া ছিল। সাকিব উত্তর করেছিলেন, লিওনেল মেসি। 

সাকিবের মেসিপ্রীতি নতুন কিছু নয়। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর সাকিবকে ঢাকার রাস্তায় আনন্দে মেতে উঠতেও দেখা গিয়েছিলো। মেসির আর্জেন্টিনার কিংবা বার্সার জার্সি গায়ে দেওয়া ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে অহরহ। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ফুটবলে সবচাইতে পটু হিসেবে খ্যাতি রয়েছে তার।

এবার মেসির পথেই হাঁটছেন সাকিব। না, মেসির মতো ফুটবলার বনে যাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তবে দুজনের গন্তব্য কিছু সময়ের জন্য এক হয়ে যাচ্ছে। একজন আমেরিকায় পাড়ি জমিয়েছেন, আরেকজন আমেরিকায় আছেন বিশ্বকাপ উপলক্ষ্যে। তবে যে জায়গায় মিল সেটা ক্লাব।

দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সে খেলা সাকিব আল হাসান এবার খেলবেন, আমেরিকার মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় মৌসুমের জন্য শাহরুখ খানের দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব।

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে হয়ে প্রথমবার আইপিএল খেলেন সাকিব। ২০১২ এবং ২০১৪ তে ভূমিকা রেখেছিলেন আইপিএল জয়ে। ২০১৭ পর্যন্ত ছিলেন কেকেআরে। ২০২১-এও দলকে নিয়েছিলেন ফাইনালে। সবশেষ ২০২৩ সালেও তাকে কিনেছিলো কেকেআর। যদিও পরে নাম প্রত্যাহার করেন৷

;

ইমপ্যাক্ট খেলোয়াড় ইস্যুতে বিস্ফোরক কোহলি



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড় নীতির পক্ষে-বিপক্ষে কথা চালাচালি হচ্ছে বেশ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ ইমপ্যাক্ট খেলোয়াড় নীতির পক্ষে সাফাই গেয়েছেন। তবে বিপরীত মেরুতে অবস্থান করছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। এবার রোহিতের সুরে সুর মেলালেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিও।

ইমপ্যাক্ট খেলোয়াড় নীতির কারণে ‘খেলার ভারসাম্য নষ্ট হচ্ছে’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক কোহলি। ইমপ্যাক্ট খেলোয়াড় ইস্যুতে নিজের অবস্থান ব্যক্ত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা এই ক্রিকেটার জিও সিনেমার সঙ্গে আলাপে বলেন, ‘বিনোদন খেলার একটা অংশ, তবে খেলায় এখন কোনো ভারসাম্য নেই। ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম খেলার ভারসাম্য নষ্ট করছে। শুধু আমি-ই নই, অনেকেই এমনটা মনে করছে।’

গত মাসে এক পডকাস্টে ইমপ্যাক্ট খেলোয়াড় নীতি নিয়ে চাঁছাছোলা মন্তব্য করেন রোহিতও, ‘আমি এটার সমর্থক নই। অলরাউন্ডার ক্ষতি করছে এই নিয়ম। ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়।’

কোহলি আশা করছেন, শিগগিরই আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম বাতিল করবে বিসিসিআই। ইমপ্যাক্ট খেলোয়াড়ের নীতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন জয় শাহ। এতে আশার আলো দেখছেন কোহলি, ‘জয় (শাহ) ভাই বলেছেন যে, তারা এটা পর্যালোচনা করছে। আমি নিশ্চিত পর্যালোচনার পর তারা এমন সিদ্ধান্ত নেবেন, যার মাধ্যমে খেলায় ভারসাম্য ফিরে আসবে।’

;