চারদিনের টেস্টের ‘ভক্ত’ নন ক্রিস গেইল
পিঙ্ক বলের টেস্টে পর এখন ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় খবর একটাই-চারদিনের টেস্ট ক্রিকেট! সাম্প্রতিক সময়ে বেশিরভাগ টেস্ট ম্যাচই চারদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাই সময় বাঁচাতে আইসিসি চিরায়িত পাঁচদিনের টেস্ট ক্রিকেটকে চারদিনে নির্দিষ্ট করে দেয়ার পরিকল্পনা করছে। তাতে বছরজুড়ে যে সময় বাঁচবে সেই সময়টা টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করে আইসিসি তাদের আর্থিক তহবিল আরো স্ফীত করার চিন্তা করছে।
তবে পাঁচদিনের টেস্ট ক্রিকেট থেকে একটা দিন কর্তন করে সেটাকে চারদিনে সুনির্দিষ্ট করে দেয়ার পক্ষে সবাই যে শ্লোগান দিচ্ছেন তাও কিন্তু নয়। অস্ট্রেলিয়ার বেশকিছু সাবেক ক্রিকেটার আইসিসির এই কর্মপরিকল্পনার পক্ষে যুক্তি দিলেও বর্তমান এবং সাবেকদের বেশিরভাগ ক্রিকেটারই টেস্ট ক্রিকেটের পাঁচদিনের ঐতিহ্যেই স্থির থাকতে চান। সেই তালিকায় আছেন ক্রিস গেইলও।
বঙ্গবন্ধু বিপিএলে বৃহস্পতিবারের অনুশীলনে চারদিনের টেস্ট ম্যাচের আইসিসি’র প্রস্তাবনা সম্পর্কে মতামত জানতে চাওয়া হলে ক্রিস গেইল বলেন- ‘আমি চারদিনের টেস্টের প্রস্তাবের খুব বড় ভক্ত নই। নিজেই ১০০’র বেশি টেস্ট ম্যাচ খেলেছি। সেসব ম্যাচের অনেকগুলোই তিনদিনে শেষ হয়ে গেছে। আবার অনেকগুলো চারদিনেও শেষ হয়েছে। তবে পাঁচদিনের টেস্ট ক্রিকেট হলো টেস্ট ক্রিকেটের চুড়ান্ত রূপ। লম্বা সময় ধরে এই ঐতিহ্য ধরে রাখা হয়েছে। সময় কমিয়ে দিয়ে ঝামেলা করার প্রয়োজনটাই বা কি? পাঁচদিনের ক্রিকেট খেলা যে কোন খেলোয়াড়ের জন্য জীবন বদলে দেয়ার মতো অভিজ্ঞতা। সত্যি বলতে কি চারদিনের টেস্ট ক্রিকেটের নতুন প্রস্তাবের পক্ষে আমার তেমন সমর্থন নেই।’