টুর্নামেন্টের স্থায়ী নাম- বঙ্গবন্ধু বিপিএল, ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ল
বিসিবি এবারের বিপিএলকে বলছে স্পেশাল বিপিএল। সেই বিশেষত্বের অন্যতম কারণ হলো এই আসর এবার উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। সপ্তম আসরের বিপিএলের নামকরণও করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। বিসিবি সিদ্ধান্ত নিয়েছে সামনের সব আসরেই বিপিএল হবে এই নতুন নামে। বিসিবির আয়োজিত টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের স্থায়ী নাম এখন বঙ্গবন্ধু বিপিএল।
রোববার বিসিবির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তিনি জানান-এই বছর টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের ছাড়াই। সামনের বছর থেকে অবশ্য ফ্র্যাঞ্চাইজি থাকবে। কিন্তু সাংবাৎসারিক এই টি- টোয়েন্টি টুর্নামেন্ট এখন থেকে পরিচিতি পাবে বঙ্গবন্ধু বিপিএল নামে।
বঙ্গবন্ধু বিপিএলের সপ্তম আসরের কোয়ালিফায়ারের শুরু হচ্ছে ১৩ জানুয়ারি থেকে। এই টুর্নামেন্টের সাফল্য নিয়ে বিসিবি ভীষণ সন্তুষ্ঠ। স্থানীয় ক্রিকেটারদের ধারাবাহিক পারফরমেন্সেও সন্তোষ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটারদের আর্ন্তজাতিক ম্যাচ ফি’ বাড়ানো হয়েছে। কোন কোন ক্ষেত্রে এই ম্যাচ ফি শতকরা প্রায় পঞ্চাশ ভাগ বেশি বৃদ্ধি করেছে বিসিবি।
নতুন করে বাড়ানো এই ম্যাচ ফি অনুযায়ী এখন একজন ক্রিকেটার একটি টি- টোয়েন্টি ম্যাচে পাবেন ২ লাখ টাকা। ওয়ানডে ম্যাচে ৩ লাখ টাকা এবং টেস্ট ম্যাচে একজন ক্রিকেটার পাবেন ৬ লাখ টাকা।
শুধু তাই নয়, কেন্দ্রীয় চুক্তিতেও ক্রিকেটারদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরমেন্স দেখানো কয়েকজন তরুণকে বেতন চুক্তির আওতায় আনা হচ্ছে। আর মাশরাফির ইচ্ছে অনুযায়ী তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দিচ্ছে বিসিবি। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম আগামী ১৫ জানুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।