আইসিসির বর্ষসেরা দলে নেই সাকিব
ব্যাট-বলে ২০১৯ সালটা স্বপ্নের মতোই কেটেছে সাকিব আল হাসানের। ৮ ম্যাচ খেলে করেছেন ৬০৬ রান। গড় ৮৬.৫৭! স্ট্রাইক রেট ৯৬.০৩! আর বল হাতে ১১ উইকেট। অথচ সেই ক্রিকেটারকে বাইরে রেখেই কীনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে।
জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব লুকিয়ে এখন নির্বাসিত সাকিব। এই সময়ে আসে উইজেডেনের দশক ও বর্ষসেরা দলে থাকলেও আইসিসি তাকে একাদশে রাখেনি। বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটার, বিশেষজ্ঞ ও ক্রিকেট সাংবাদিকদের ভোটে বাছাই করা দলে তার নাম না থাকাটা বিস্ময়কর।
২০১৯ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশের দুটি দলেরই অধিনায়ক বিরাট কোহলি।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির বর্ষসেরা টেস্ট দলে আছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। কারণটাও সঙ্গত। গেল বছর ৮ টেস্ট খেলে ৬৮.৫৪ গড়ে তিনি করেন ৭৫৪ রান। ওপেনিংয়ে তার সঙ্গী নিউজিল্যান্ডের টম ল্যাথাম।
টেস্ট একাদশে সর্বোচ্চ ৫ জন রয়েছেন অস্ট্রেলিয়ার। আর ওয়ানডে দলে সবচেয়ে বেশি চারজন ভারতের।
বর্ষসেরা একাদশ নির্বাচিত করতে ভোট দিয়েছেন- আতহার আলি খান (বাংলাদেশ), মাইকেল ক্লার্ক, মাইক হাসি (অস্ট্রেলিয়া), নাসের হুসেইন, ইসা গুহ (ইংল্যান্ড), নায়াল ও’ব্রায়েন (আয়ারল্যান্ড), সঞ্জয় মাঞ্জরেকার, দীপ দাস গুপ্ত (ভারত), ড্যানি মরিস, ইয়ান স্মিথ (নিউজিল্যান্ড), বাজিদ খান, রমিজ রাজা (পাকিস্তান), শন পোলক (দক্ষিণ আফ্রিকা), রাসেল আর্নল্ড (শ্রীলঙ্কা), পমি এমবাংওয়া (জিম্বাবুয়ে), ইয়ান বিশপ (ওয়েস্ট ইন্ডিজ)। বিভিন্ন দেশের ক্রিকেট সাংবাদিকরাও ভোট পর্বে অংশ নিয়েছেন।
বর্ষসেরা টেস্ট দল-
মায়াঙ্ক আগারওয়াল, টম ল্যাথাম, মারনাস লাবুশেন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (কিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নিল ওয়েগনার ও ন্যাথান লায়ন।
বর্ষসেরা ওয়ানডে দল-
রোহিত শর্মা, শাই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (কিপার), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।
#দল সাজানো হয়েছে ব্যাটিং অর্ডার অনুযায়ী