কোহলির ভারতে ধরাশায়ী নিউজিল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাফ-সেঞ্চুরি হাঁকান ম্যাচ সেরা শ্রেয়াস আইয়ার, ছবি: সংগৃহীত

হাফ-সেঞ্চুরি হাঁকান ম্যাচ সেরা শ্রেয়াস আইয়ার, ছবি: সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। এবং সেটা ৬ বল হাতে রেখেই। দুরন্ত এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী বিরাট কোহলির দল।

এ জয়ে একটি রেকর্ডও হলো। দেশের বাইরে টি-টোয়েন্টিতে এই প্রথম দুইশ-র অধিক রান তাড়া করে জিতল ভারত। ২০১৮ সালে ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ১৯৮ রানের চ্যালেঞ্জ জিতে ছিল তারা।

বিজ্ঞাপন

অকল্যান্ডে টস হেরে শুরু ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড তুলে ২০৩ রান। হাফ-সেঞ্চুরি হাঁকান কলিন মুনরো (৫৯), ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (৫১) ও রস টেলর (৫৪*)।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, শিবাম দুবে ও রবীন্দ্র জাদেজা নেন একটি করে উইকেট।

বিজ্ঞাপন

জবাবে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ২০৪ রান তুলে ফেলে ভারত। লোকেশ রাহুল ৫৬ ও কোহলি ৪৫ রান করেন। ৫৮ রানের হার না মানা দাপুটে এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন ম্যাচ সেরা শ্রেয়াস আইয়ার।

কিউইদের হয়ে দুটি উইকেট নেন ইশ সোধি। একটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও ব্লেয়ার টিকনার।