‘প্রতিশোধ’ নেওয়ায় ফিল্যান্ডারের জরিমানা
মাঠের দর্শককে গালি দিয়ে আগের দিন জরিমানা গুণেছেন বেন স্টোকস। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারের পর এবার অখেলোয়াড়সুলভ আচরণের জন্য শাস্তি পেলেন প্রোটিয়া পেসার ভারনন ফিল্যান্ডার। জরিমানা গুণলেন নিজের ম্যাচ ফি-র ১৫ শতাংশ।
জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন জস বাটলারকে ২০ রানে আউট করেন ফিল্যান্ডার। ইংল্যান্ডের এ তারকা ব্যাটসম্যান ক্রিজ ছাড়ার সময় চিৎকার করে কিছু একটা বলেন দক্ষিণ আফ্রিকার সিমার ফিল্যান্ডার। যা ক্রিকেটীয় সংস্কৃতির সঙ্গে বড়ই বেমানান।
আইসিসি শুধু ফিল্যান্ডারকে জরিমানা করেনি। একটি ডিমেরিট পয়েন্টও তার শৃঙ্খলা রেকর্ডে যোগ করেছে বিশ্ব ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থা।
ফিল্যান্ডার আসলে গালি দিয়ে প্রতিশোধ নিয়েছেন। কেননা দ্বিতীয় টেস্টে এ ফিল্যান্ডারকে গালি দিয়ে ম্যাচ-ফির ১৫ শতাংশ জরিমানা গুণেছিলেন বাটলার। ফিল্যান্ডার নিজের অপরাধ স্বীকার করে শাস্তি মাথা পেতে নিয়েছেন।
নিয়ম অনুযায়ী, দুই বছরের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হবেন ক্রিকেটাররা।
এই টেস্ট শেষেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নেবেন ফিল্যান্ডার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ান্ডারার্স টেস্টে ৩৮৯ রানের লিড নিয়ে ফেলেছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে সফরকারীরা ১৭২ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৪০০ রান।
জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৮৩ রানে।
চার টেস্টে সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে এখন ইংল্যান্ড।