ফুল দিয়ে ব্রায়ান্টকে শ্রদ্ধা জানাচ্ছেন শোকাচ্ছন্ন ভক্তরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কোবে ব্রায়ান্ট মেমোরিয়ালে ফুল নিয়ে হাজির ভক্তরা, ছবি: সংগৃহীত

কোবে ব্রায়ান্ট মেমোরিয়ালে ফুল নিয়ে হাজির ভক্তরা, ছবি: সংগৃহীত

কোবে ব্রায়ান্টের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। কিংবদন্তি এই বাস্কেটবল খেলোয়াড়ের ভক্ত-সমর্থকরা যেন খবরটা মানতেই পারছেন না। শোকাচ্ছন্ন হাজার হাজার লোক জড়ো হচ্ছেন লস অ্যাঞ্জেলেস লেকার্সের হোম এরিনা স্ট্যাপলস সেন্টারে।

প্রিয় তারকাকে শ্রদ্ধাঞ্জলি জানাতেই কোবে ব্রায়ান্ট মেমোরিয়ালে ফুল নিয়ে হাজির হচ্ছেন তার অনুসারীরা। যেখানে প্রয়াত এ সুপারস্টার কাটিয়েছেন ক্যারিয়ারের (১৯৯৬-২০১৬) পুরোটা। জিতেছেন পাঁচটি এনবিএ চ্যাম্পিয়নশিপ।

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেস শহরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন কোবে ব্রায়ান্ট। কোবে ব্রায়ান্ট ও তার ১৩ বছর বয়সী কন্যা জিয়ানা মারিয়া ওনোরসহ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯জন।