সিলেটে পাঁচ উইকেট পেলেন তাসকিন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বল হাতে ঝড় তুললেন তাসকিন আহমেদ

বল হাতে ঝড় তুললেন তাসকিন আহমেদ

সিলেটে বল হাতে জ্বললেন তাসকিন আহমেদ। পেস ঝড় তুলে রীতিমতো গুড়িয়ে দিলেন বিসিএল প্রতিপক্ষ মধ্যাঞ্চলের ব্যাটিং লাইন-আপ।

বোলিং দাপট দেখিয়ে তারকা পেসার তাসকিন একাই শিকার করলেন পাঁচ উইকেট। এজন্য খরচ করেছেন তিনি ৫৪ রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার সেরা বোলিং ফিগার। চার দিনের ঘরোয়া ক্রিকেটে এনিয়ে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব গড়লেন উত্তরাঞ্চলের তাসকিন।

বিজ্ঞাপন

তাসকিনের বোলিং দাপটে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৭০ রানে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে তাসকিনের বোলিং ছোবলে যারপরনাই খারাপভাবে শুরু করে মধ্যাঞ্চল। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল দেখতে দেখতেই দলীয় ৯৭ রানে নাই হয়ে যায় ৭ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান সংগ্রহ করেন রাকিবুল হাসান। আরাফাত সানি ২৫ রানে অপরাজিত থেকে যান। শুভাগত হোম ২১ ও জাকের আলী করেন ১৯ রান।

বিজ্ঞাপন

তাসকিনের পাঁচ উইকেটের সঙ্গে সালাউদ্দিন শাকিল নেন ২ উইকেট।

শেষ দিকে ব্যাট হাতে নেমে উত্তরাঞ্চল প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেছে। ৮১ রানে পিছিয়ে আছে তারা। তবে হাতে এখনো রয়েছে ৭ উইকেট।