করোনা মোকাবেলায় জার্মান ফুটবল দলের ২৫ লাখ ইউরো
করোনাভাইরাসের করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে সারা বিশ্ব। জীবনের কঠিন পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই সাবেক বর্তমান ফুটবলাররা। ইব্রাহিমোভিচ তহবিল গড়ে চলেছেন করোনাকে পৃথিবী থেকে নির্মূল করতে। গ্যারি নেভিল নিজের দুটি হোটেল খুলে দিয়েছেন স্বাস্থ্য কর্মীদের সহায়তায়।
এগিয়ে এসেছে ফুটবল ক্লাবও। এফসি চেলসি নিজেদের মালিকানাধীন হোটেল খুলে দিয়েছে করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায়। স্টামফোর্ড ব্রিজ শিবিরের পর মানবতার সেবায় এবার হাত বাড়িয়ে দিয়েছে জার্মানির জাতীয় ফুটবল। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ রোধে ২৫ লাখ ইউরো দান করেছে জার্মানি।
বাংলাদেশের মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকা অর্থ সাহায্য দিয়ে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়েছে, ‘বিশ্ব ফুটবল এখন অচল। মানুষের স্বাস্থ্য সুরক্ষা আর করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোই এখন সবচেয়ে বড় কাজ। অনেকের পক্ষেই সব ফেলে ঘরে আটকে থাকা সম্ভব নয়। জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে তাদের।’
এখন পর্যন্ত ১৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন জার্মানিতে। তবে মারা গেছেন ৩১জন। মৃত্যুর হার স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্যের চেয়ে কম। অবস্থা যাতে ভয়ানক রূপ নিতে না পারে সেজন্য লড়াই করে যাচ্ছে জার্মানরা।
১০ লাখ ইউরোর তহবিল গঠনের জন্য সহকর্মী ফুটবলার ও সব অ্যাথলিটদের কাছে আহ্বান জানিয়ে সুইডিশ এ তারকা ফরওয়ার্ড ইব্রাহিমোভিচ নিজেই দান করেছেন এক লাখ ইউরো। সব মিলিয়ে এখন ১ লাখ ২৪ হাজার ইউরো জমা পড়েছে তার দাতব্য ফান্ডে।