মৌসুমটাই হারিয়ে যেতে পারে: উয়েফা প্রেসিডেন্ট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরিষ্কার ২৫ পয়েন্টের লিড নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে এখন লিভারপুল, ছবি: সংগৃহীত

পরিষ্কার ২৫ পয়েন্টের লিড নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে এখন লিভারপুল, ছবি: সংগৃহীত

পুরো বিশ্ব এখন করোনা যুদ্ধে নিমজ্জিত। অচল হয়ে পড়েছে বিশ্ব ফুটবলাঙ্গনও। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণের জন্য মাঠে গড়াচ্ছে না কোনো ম্যাচ। হচ্ছে না অনুশীলনও। করোনাভাইরাস মহামারীর পরিস্থিতি কঠিন থেকে কঠিন হচ্ছে। পরিস্থিতি যে দিকে দাঁড়াচ্ছে তাতে করে, স্থগিত ফুটবল কবে নাগাদ শুরু করা যাবে নাকি একেবারে শুরুই করা যাবে না- তার কোনো ঠিক-ঠিকানা নেই। তাই উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন শঙ্কিত, জুনের শেষে মাঠে খেলা না গড়ালে ফুটবলের চলতি মৌসুমটাই না বাতিল হয়ে যায়।

স্লোভেনিয়ান এ ফুটবল কর্মকর্তা বলেন, ‘আমরা যদি পুনরায় খেলা শুরু করতে না পারি, তাহলে মৌসুমটাই সম্ভবত আমার হারিয়ে ফেলব।’

বিজ্ঞাপন

এখন তিনটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বললেন সেফেরিন, ‘পরিকল্পনা এ, বি ও সি নিয়ে কাজ করছি আমরা। খেলা শুরু করার তিনট অপসন ধরে এগিয়ে যাচ্ছি। মে-র মাঝামাঝিতে শুরু করা বা জুনে বা জুনের শেষ দিকে।’

আগামী মৌসুমের শুরুতেও খেলা শুরু হওয়ার সম্ভাবনা আছে। তবে লিগ ও ক্লাবের জন্য সেরা সিদ্ধান্তটাই নিতে চায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এ অভিভাবক সংস্থা।

বিজ্ঞাপন

ইউরোপ জুড়ে দর্শকহীন স্টেডিয়ামে মৌসুমের বাকি ম্যাচ আয়োজনের ব্যাপারেও চিন্তা-ভাবনা করছে উয়েফা। কবে শুরু করবে এবং সেটা দর্শক নিয়ে না বাইরে রেখে কোনো সিদ্ধান্তেই যে এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি সংস্থাটি।

যদি বিকল্প কোনো পথ খুঁজে না পাওয়া যায়। তাহলে কী হবে? এনিয়ে সেফেরিনের সোজা-সাপ্টা উত্তর, ‘কোনো সুযোগ না থাকলে চ্যাম্পিয়নশিপ শেষ করে দেওয়াই হবে উত্তম।’

ইউরোপের সিংহভাগ লিগ টুর্নামেন্ট এখন বন্ধ। করোনাভাইরাসের সংক্রমণ মহামারীর জন্য এক বছর পিছিয়ে গেছে ২০২০ ইউরো টুর্নামেন্টও।