করোনা যুদ্ধে সামিল বিশ্বকাপ জয়ী টাইগার যুবারা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তহবিল গড়ছেন বিশ্ব জয়ী আকবর আলীরা

তহবিল গড়ছেন বিশ্ব জয়ী আকবর আলীরা

সিনিয়ররা আগেই সাড়া দিয়েছেন মানবতার ডাকে। দিয়েছেন তাদের মাসিক বেতনের অর্ধেক। এবার জুনিয়র ক্রিকেটাররাও সামিল করোনার বিরুদ্ধে যুদ্ধে। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ীরাও গড়ছেন করোনা তহবিল।

গোটা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস আতঙ্কে থমকে গেছে জনজীবন। সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। এ অবস্থায় ঘরে থাকলেও অসহায় মানুষদের জন্য মন কাঁদছে ক্রিকেটারদের। কারণ জনজীবন প্রায় স্থবির হয়ে যাওয়ায় কাজও বন্ধ দরিদ্র মানুষের। ঘরে খাবার নেই।

বিজ্ঞাপন

তাদের জন্য কিছু করতে চাইছেন আকবর আলীরাও। করোনা মোকাবিলায় নিজেদের সাধ্য মতো গঠন করছেন একটি তহবিল। যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী জানালেন, ‘দেখুন, ছোটখাটো একটা তহবিল গঠনের চেষ্টা করছি আমরা। সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে এটা হয়ে যাবে।’

আকবর আলীরা অবশ্য বিসিবির বেতনভুক্ত নন। তারপরও মানবতার ডাকে এগিয়ে এসেছেন। যুব বিশ্বকাপ দলে থাকা ১৬ খেলোয়াড় ও ৮ কর্মকর্তা এক হচ্ছেন। তাদের অনুদানে গড়া হবে তহবিল। আর এটি সমন্বয় করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার কায়সার আহমেদ। তবে এখনো জানা যায়নি কতো টাকার তহবিল গড়তে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী যুবারা।

বিজ্ঞাপন