জুনের শুরুতে ইতালিতে ফুটবল শুরু!

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মে’র শেষ বা জুনের শুরুতে লিগ শুরু করতে চায় ইতালি, ছবি: সংগৃহীত

মে’র শেষ বা জুনের শুরুতে লিগ শুরু করতে চায় ইতালি, ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারীতে ভয়াবহ সঙ্কটে পড়া ইউরোপের দেশগুলোর মধ্যে একটি ইতালি। করোনা প্রতিরোধের জন্য দেশটিতে লম্বা সময়ের জন্য লকডাউন চলছে। দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ২৩ হাজারের বেশি মানুষ। আগামী ৪ মে পর্যন্ত ইতালি সরকার লকডাউনের নির্দেশ জারি করেছে। বাদ বাকি সবকিছুর মতো ইতালির সেরি এ ফুটবল লিগও স্থগিত। কিন্তু এই জটিল অবস্থার মধ্যেও লিগ শুরুর স্বপ্ন দেখছে ইতালি ফুটবল ফেডারেশন। ইতালি ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা আশায় আছে- মে মাসের শেষে অথবা জুনের শুরুতে সেরি এ ফুটবল লিগের বাকি অংশের খেলা শুরু হবে।

ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনা বলছিলেন- ‘করোনাভাইরাসের জন্য লকডাউন শেষ হবে ৪ মে। মাঠে ফুটবল ফেরাতে আমাদের তখন তিন সপ্তাহ’র মতো সময় লাগবে। সেই হিসেব কষে বলা যায় মে মাসের শেষে অথবা জুনের শুরুতে আমরা লিগ শুরু করতে পারব।’

বিজ্ঞাপন

করোনাভাইরাসের এই মহামারির সময়টায় লিগ বাতিলের প্রস্তাবনাও উঠেছিল। সেই প্রসঙ্গে গ্রাভিনার বক্তব্য পরিষ্কার- ‘যারা এটা বাতিলের কথা বলছে তারা আসলে ফুটবল এবং ইতালিয়ানদের পছন্দ করে না। আরে, তারা তো ভবিষ্যতের কাছ থেকে আশা ছিনে নিতে চাইছে।’

লিগ শুরুর আগে সবধরনের পূর্ব সতর্কতা কঠোরভাবে পালন করা হবে বলে জানিয়েছেন ইতালির ফুটবল বস- ‘যারা খেলবে তাদের সবার শারীরিক পরীক্ষা করা হবে। কারো শরীরে করোনাভাইরাসের উপসর্গ নেই সেই নিশ্চয়তা পাবার পরই তারা মাঠে নামার সুযোগ পাবে। যদি করোনাভাইরাস টেস্ট নেগেটিভ আসে তাহলে তাদের কারোরই সামাজিক দূরত্ব পালনের প্রয়োজন পড়বে না। আশা করছি সবগুলো দল তাদের নিজের স্টেডিয়ামে খেলতে পারবে। যদি সেটা না পারে তাহলে আমরা অন্য কোনো সমাধান খুঁজে বের করব।’

বিজ্ঞাপন

করোনাভাইরাসের এই মহামারীতে সবকিছু বন্ধ থাকায় অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়েছে ইতালি। সেই প্রসঙ্গ টেনে গ্রাভিনা জানান- ‘পুরো দেশের অর্থনীতি ও ফুটবলের জন্য এখন একটি জটিল সময়। ইতালির অর্থনীতিতে ফুটবলও একটি বড় শিল্প। আর সেই শিল্পকে সহায়তার জন্য আমাদের সঠিক সিদ্ধান্ত অবশ্যই খুঁজে বের করতে হবে।’