তৃতীয়বারের মতো স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জিতলেন টেলর

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্যার রিচার্ড হ্যাডলি মেডেল নিয়ে সপরিবারে ক্যামেরাবন্দি রস টেলর

স্যার রিচার্ড হ্যাডলি মেডেল নিয়ে সপরিবারে ক্যামেরাবন্দি রস টেলর

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন রস টেলর। জিতে নিয়েছেন স্যার রিচার্ড হ্যাডলি মেডেল। এনিয়ে তৃতীয়বারের মতো এই মেডেল জিতলেন টেলর।

ক্রিকেটের তিন সংস্করণে গত এক বছরে টেলর সংগ্রহ করেছেন ১৩৮৯ রান। টেস্টে ৩৯.৩০ গড়ে ৫১১, ওয়ানডেতে ৪৯.৯১ গড়ে ৫৪৮ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০.০০ গড়ে তোলেন ৩৩০ রান। এমন দাপুটে ব্যাটিং টেলরকে বর্ষসেরার সম্মাননা এনে দিয়েছে।

বিজ্ঞাপন

এই সময়টাতে টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন টেলর। জানুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছাড়িয়ে গেছেন স্টিফেন ফ্লেমিংকে। সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে ক্রিকেটের তিন সংস্করণেই ১০০ ম্যাচ খেলার রেকর্ডও গড়েন।

নিউজিল্যান্ড ক্রিকেটের ভার্চুয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শেষ দিনে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টিম সাউদি। আট টেস্টে এই তারকা পেসার শিকার করেন ৪০ উইকেট। দুরন্ত সেই পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন সাউদি।

বিজ্ঞাপন

মেলবোর্নে ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করা টিম কটন হয়েছেন বর্ষসেরা আম্পায়ার।